Advertisement
Advertisement

Breaking News

রাহুল গান্ধী

চিনের সামনে আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী! নাম বিকৃত করে মোদিকে আক্রমণ রাহুলের

'নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার (আত্মসমর্পণ) মোদি', তোপ রাহুলের।

Rahul Gandhi calls PM Narendra Modi as Surender Modi
Published by: Subhajit Mandal
  • Posted:June 21, 2020 11:47 am
  • Updated:June 21, 2020 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আসলে ‘সারেন্ডার’ মোদি। চিনের সামনে আত্মসমর্পণ করেছেন। অভিযোগ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। লাদাখ ইস্যুতে মোদিকে আক্রমণ করতে গিয়ে তাঁর নামই বিকৃত করে ফেললেন রাহুল

লাদাখে চিনের আগ্রাসন নিয়ে শুরু থেকেই কেন্দ্রের সমালোচনায় মুখর বিরোধীরা। প্রধানমন্ত্রীর নীতিকে বারবার প্রশ্নের মুখে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন চিন নীতি নিয়ে। রবিবার সকালেও মোদিকে বেনজিরভাবে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ‘জাপান টাইমস’ নামের একটি জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন টুইট করে রাহুল প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার’ মোদি বলে কটাক্ষ করলেন। ‘জাপান টাইমস’-এর ওই প্রতিবেদনটিতে ভারতের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন নীতিকে কাঠগড়ায় তুলে প্রতিবেদক দাবি করেছেন, মোদি চিন সরকারকে তুষ্ট করে চলার চেষ্টা করছেন। জাপান টাইমস-এর সেই প্রতিবেদনকে হাতিয়ার করেই রাহুল দাবি করলেন চিনের কাছে আত্মসমর্পণ করেছেন মোদি। নিজের সংক্ষিপ্ত টুইটে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখলেন, “নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার (আত্মসমর্পণ) মোদি।”

[আরও পড়ুন: লাদাখের সংঘর্ষে ভারতও চিনের বহু সৈন্যকে বন্দি করেছিল! বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী]

শুক্রবার লাদাখ ইস্যুতে করা সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী দেশবাসীকে আস্বস্ত করে বলেন,‘আমাদের কোনও পোস্ট দখল হয়ে যায়নি। কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকতেও পারেনি।’ শনিবার সকালেও মোদির সেই বক্তব্যকে হাতিয়ার করে লাদাখে সংঘর্ষ নিয়ে চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ। রাহুলের অভিযোগ ছিল, ভারতের মাটিতে চিনা সেনার অনুপ্রবেশের কথা অস্বীকার করে আসলে চিনের দাবিতেই সিলমোহর দিচ্ছেন প্রধানমন্ত্রী। চিনের হাতে ভারতের মাটি তুলে দিচ্ছেন মোদি।  সেই অভিযোগের রেশ টেনেই রবিবার তাঁকে ‘সারেন্ডার’ মোদি নামে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু এভাবে প্রধানমন্ত্রীর নাম বিকৃত করাটা কতটা সমীচীন? সে প্রশ্ন তো উঠবেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement