Advertisement
Advertisement
Rajnath Singh

‘রাহুল রাজনীতির সেরা ফিনিশার, কংগ্রেসকে ফিনিশ করবেই’, খোঁচা রাজনাথের

কংগ্রেসকে তোপ দেগে তাঁর কটাক্ষ, দুর্নীতির সঙ্গে শতাব্দীপ্রাচীন দলটির 'অটুট' সম্পর্ক।

Rahul Gandhi 'best finisher' in politics, says Rajnath Singh

ছবি: এএনআই।

Published by: Biswadip Dey
  • Posted:April 7, 2024 9:46 am
  • Updated:April 7, 2024 9:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে যেমন ধোনি, তেমনই রাজনীতিতে সেরা ‘ফিনিশার’ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেসকে (Congress) ‘ফিনিশ’ করে তবেই থামবেন তিনি। কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে এমনই কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে কংগ্রেসকে তোপ দেগে তাঁর খোঁচা, দুর্নীতির সঙ্গে শতাব্দীপ্রাচীন দলটির ‘অটুট’ সম্পর্ক।

লোকসভা নির্বাচন শুরু হতে আর কয়েকদিন। সব দলই প্রচারের ঝাঁজ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের সিধি জেলার এক জনসভায় রাজনাথ সিং আক্রমণ করলেন রাহুলকে। তাঁকে বলতে শোনা যায়, ”আমি কখনও কখনও অবাক হয়ে যাই, বুঝে পাই না কী যে হচ্ছে। তার পর আমি ব্যাপারটা বুঝতে পারলাম। বলুন তো ক্রিকেটের সেরা ফিনিশার কে? (দর্শকের চিৎকারের পর) ধোনি। একই ভাবে আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে ভারতীয় রাজনীতিতে সেরা ফিনিশার কে, আমি বলব রাহুল গান্ধী। আর সেই কারণেই বহু নেতা কংগ্রেস ত্যাগ করেছেন।”

Advertisement

[আরও পড়ুুন: ব্রাজিল সুন্দরীর সঙ্গে রাতভর পার্টিতে মত্ত আরিয়ান! শাহরুখপুত্রকে উড়ন্ত চুমু ‘ওগো বিদেশিনী’র]

এরই পাশাপাশি কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, ”কংগ্রেস ও দুর্নীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকাংশ কংগ্রেস সরকারকে দুর্নীতিতে অভিযুক্ত হতে হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কোনও মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ কেউ তুলতে পারেনি।” সেই সঙ্গেই তাঁর খোঁচা, একসময় ভারতীয় রাজনীতিতে রাজত্ব করত কংগ্রেস। এখন তারা দু-তিনটি রাজ্যেই কেবল ক্ষমতায় রয়েছে। রাজনাথের (Rajnath Singh) দাবি, কংগ্রেস যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনওটাই পূরণ করেনি। অন্যদিকে গত দশ বছরে বিজেপি সমস্ত প্রতিশ্রুতিই রেখেছে। সেই সঙ্গে ভারতের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ২০৪৫ সালের মধ্যে ভারত বিশ্বের এক ‘সুপার পাওয়ার’ হয়ে উঠবে।

[আরও পড়ুন: বাঙালি প্রধানমন্ত্রী পেত দেশ! কেন কুরসি অধরাই থেকে যায় প্রণবের?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement