সোমনাথ রায়, নয়াদিল্লি: সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের (Wayanad) সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে নাচগান শুরু করেন তাঁরা। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। তার আগের দিনই ফিরিয়ে দেওয়া হল রাহুলের সাংসদ পদ।
সোমবার সকালেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, “স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি-সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ কর্মসূচি নেবে দল।” শোনা গিয়েছিল, সোমবারের মধ্যে যদি রাহুলের সাংসদ পদ না ফেরে তাহলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। যদিও তার প্রয়োজন পড়েনি। সোমবারের অধিবেশন শুরুর আগেই রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দেয় লোকসভার সচিবালয়।
রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মীরা। রাহুলের বাসভবনের সামনে নানা পোশাকে সেজে নাচগান করতে শুরু করেন তাঁরা।অন্যদিকে খুশিতে মেতে ওঠেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা। ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই খবর পেয়ে মিষ্টি বিলি করেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.