সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের ৮৫তম প্লেনারির শেষ দিন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে (S Jaishankar) আক্রমণ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, চিনের (China) অর্থনীতিকে ভারতের থেকে বড় বলেছেন বিদেশমন্ত্রী। এটা জাতীয়তাবাদ নয়, কাপুরুষতার পরিচায়ক।
ঠিক কী বলেছেন রাহুল? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”জয়শংকর এক সাক্ষাৎকারে বলেছেন ভারতের অর্থনীতি চিনের থেকে ক্ষুদ্র। আমরা কীভাবে এর সঙ্গে লড়াই করব? আমরা যখন ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলাম সেই সময় কি আমাদের অর্থনীতি খুব বড় ছিল? তার মানে উনি বলতে চাইছেন, যারা আমাদের থেকে বেশি শক্তিশালী তাদের সঙ্গে লড়তেই যেও না। একে কাপুরুষতা বলে।”
উল্লেখ্য, জয়শংকর এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চিনের অর্থনীতি নিয়ে বলেছিলেন, ”ওরা বড় অর্থনীতি। ছোট অর্থনীতি হিসেবে আমি কী করতে পারি? কী করে বড় অর্থনীতির সঙ্গে লড়াই করা সম্ভব? এটা সাধারণ জ্ঞানের ব্যাপার।” তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করতে দেখা গেল রাহুলকে।
পাশাপাশি এদিন আদানি ইস্যুতে বিজেপি ও মোদিকেও কটাক্ষ করেন রাহুল। তাঁর কথায়, ”আমি সংসদে এক শিল্পপতিকে আক্রমণ করেছিলাম। আমি কেবল এটাই জানতে চেয়েছিলাম, মোদিজি আপনার সঙ্গে আদানিজির সম্পর্কটা ঠিক কী রকম? বিজেপি সরকার আদানিজির হয়ে সাফাই গাইতে লাগল। ওরা বলতে লাগল আদানিজিকে আক্রমণ দেশদ্রোহিতা। আদানিজি আর মোদিজি এক।” প্রসঙ্গত, তিনদিন ধরে চলছে কংগ্রেসের এই মহা অধিবেশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.