সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে জওয়ানদের নিরাপত্তার গাফিলতি নিয়ে সরকারের সমালোচনায় সরব রাহুল গান্ধী। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী বিস্ফোরণে ৪০জন CRPF জওয়ান প্রাণ হারান। সেই হামলা নিয়ে ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার টুইট করেন কংগ্রেস সাংসদ। লেখেন, “এই হামলায় আখেরে কার লাভ হল?” রাহুলের এ হেন টুইটে ব্যপক চটেছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবির রাহুলকে ‘সন্ত্রাসবাদীদের সহমর্মী’ বলেও কটাক্ষ করেছে।
শুক্রবার ছিল পুলওয়ামা সন্ত্রাস হামলার বর্ষপূর্তি। সেই হামলায় ৪০ শহীদকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সরকারের অন্য প্রতিনিধিরা। আবার এদিনই এই হামলা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হামলার নেপথ্যে নিরাপত্তার গলদের দিকে আঙুল তোলেন ওই কংগ্রেস সাংসদ। তিনি পুলওয়ামা তদন্তের ফলাফল নিয়েও জানতে চান। টুইটার হ্যান্ডেলে তিনি লেথেন, “আজ আমরা পুলওয়ামা হামলায় শহিদ ৪০ জন জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করছি। আজ কয়েকটি প্রশ্ন করা যাক।
প্রথম, এই হামলায় সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছে?
দ্বিতীয়, হামলার তদন্তের ফলাফল কী?
তৃতীয়, সুরক্ষার গাফিলতির কারণে যে হামলা হয়, তার জন্য বিজেপি সরকারের তরফে কাকে দায়ী করা হয়েছে?”
Today as we remember our 40 CRPF martyrs in the #PulwamaAttack , let us ask:
1. Who benefitted the most from the attack?
2. What is the outcome of the inquiry into the attack?
3. Who in the BJP Govt has yet been held accountable for the security lapses that allowed the attack? pic.twitter.com/KZLbdOkLK5
— Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2020
রাহুল গান্ধির এই টুইটের পালটা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। তাঁরা বলে, “রাহুল গান্ধি এলইটি, জৈশ-ই-মহম্মদের প্রতি সহানুভূতিশীল বলে পরিচিত; রাহুল স্রেফ দেশের সরকারই নয়, দেশের নিরাপত্তা বাহিনীকেও আক্রমণ করেছেন।” পাশাপাশি, গেরুয়া শিবিরের দাবি, রাহুলের এধরণের মন্তব্য পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে ভারতের প্রশ্নের মোকাবিলা করতে সহায়তা করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.