সবজি বাজারে রাহুল গান্ধী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এককালে যে রসুনের দাম ছিল ৪০ টাকা তা আজ ৪০০ টাকা কেজি!’ হঠাৎ সবজি বাজারে বেরিয়ে জিনিসপত্রের আগুন দাম শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই ইস্যুতেই মোদি সরকারকে কড়া সুরে আক্রমণ শানিয়ে সাংসদের অভিযোগ, ‘দেশে মূল্যবৃদ্ধি ভয়াবহ আকার নিয়েছে, অথচ কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে মোদি সরকার।’
মঙ্গলবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল। যেখানে দেখা গিয়েছে, বেশ কয়েকজন মহিলার সঙ্গে একটি সবজি বাজারে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেস সাংসদ। দোকানদারের কাছে জিজ্ঞেস করছেন সবজির দাম। বাজারে জিনিসপত্রের ভয়াবহ দাম শুনে ভিডিওতে রীতিমতো বিস্ময় প্রকাশ করতে দেখা যায় রাহুলকে। মূল্যবৃদ্ধির জন্য মোদি সরকারকে দায়ী করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘একটা সময় রসুনের দাম ৪০ টাকা ছিল তা এখন ৪০০ টাকায় পৌঁছে গিয়েছে। ভয়াবহ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট উলটে পালটে দিয়েছে। অথচ এই ঘটনায় সরকারের তরফে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। মোদি সরকার কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে।’
“लहसुन कभी ₹40 था, आज ₹400!”
बढ़ती महंगाई ने बिगाड़ा आम आदमी की रसोई का बजट – कुंभकरण की नींद सो रही सरकार! pic.twitter.com/U9RX7HEc8A
— Rahul Gandhi (@RahulGandhi) December 24, 2024
এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাদের সঙ্গে বাজারে দরদাম করছেন রাহুল। সেখানে মহিলারা তাঁর কাছে অভিযোগ করছেন বাজারে জিনিসপত্রের দাম নিয়ে। বাজারে দোকানির সঙ্গে রসুন, মটর নিয়ে দরদাম করতে দেখা যাচ্ছে মহিলাদের। যেখানে রসুনের দাম ৪০০ টাকা কেজি, মটশুটির দাম ১২০ টাকা কেজি। মূল্যবৃদ্ধি কেন হচ্ছে সে বিষয়ে ক্রেতাদের প্রশ্ন করেন রাহুল। তাঁরা অভিযোগ করেন, এই সরকার শুধু ভাষণ দিচ্ছে। অথচ মধ্যবিত্তের দিকে খেয়াল নেই। ৫০০ টাকার বাজেট এক হাজার টাকায় পৌঁছে গিয়েছে। ভয়ংকরভাবে বাড়ছে দাম। মানুষ খাবে কী? এক মহিলার বাড়িতে গিয়ে মহিলাদের সঙ্গে চায়ের বৈঠকে যোগ দেন। সেখানে তাঁদের সমস্যার কথা শোনেন কংগ্রেস সাংসদ। সেখানেই হাতে টমেটো নিয়ে বলেন, তুলনায় এর দাম কিছুটা কম। এখনও ১০০ টাকা ছোঁয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.