Advertisement
Advertisement

শহিদের জন্য মোদির দরবারে রাহুল

যে রাহুল গান্ধী পদে পদে মোদির সমালোচনা করতেন, তাঁর মুখেই এখন উল্টো সুর৷

Rahul Gandhi asked help From PM for martyr
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 3:08 pm
  • Updated:October 1, 2016 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন উলট-পুরাণ৷ যে রাহুল গান্ধী পদে পদে মোদির সমালোচনা করতেন, তাঁর মুখেই এখন উল্টো সুর৷ গতকালই সার্জিক্যাল স্ট্রাইকের জন্য মোদির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রাহুল৷ এবার এক শহিদের জন্য মোদির কাছে দরবারও করলেন তিনি৷

উরি হামলার জবাবে যে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা সমর্থন করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধী৷ মায়ের পথ ধরেই মোদিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধীও৷ বলেছিলেন, এতদিনে তিনি প্রধানমন্ত্রী হয়ে একটা কাজের কাজ করেছেন৷ তাৎপর্যপূর্ণভাবে, পাকিস্তানকে জবাব দেওয়ার প্রশ্নেই এক সময় ইউপিএ সরকারকে তুলোধোনা করেছে তখনকার বিরোধী মোদি, অমিত শাহরা৷ যদিও দেশের সংকটের সময় শাসক-বিরোধী সমীকরণটায় ততটা আমল দেননি সোনিয়া, রাহুলরা৷ বিরোধীদের থেকে ক্ষোভে ফুঁসতে থাকা জনগণই মোদির উপর চাপ বাড়িয়েছিল৷

Advertisement

প্রধানমন্ত্রীর প্রশংসার পর এবার এক শহিদের জন্যও মোদির দ্বারস্থ হলেন রাহুল৷ গত জুলাইয়ে এই শহিদের পরিবার রাহুলের সঙ্গে দেখা করেছিলেন৷ তাঁদের সাহায্য করার ক্ষেত্রে প্রশাসনিক কিছু গলতি থেকে গিয়েছে বলেই মনে হয়৷ সেদিকটাই খতিয়ে দেখার অনুরোধ করলেন রাহুল৷ তবে ইঙ্গিতপূর্ণভাবে, এ নিয়ে প্রধানমন্ত্রীকে কোনও আক্রমণের পথে গেলেন না তিনি৷ বরং শান্তভাবেই মোদির কাছে দরবার করেছেন৷

সামনেই উত্তরপ্রদেশ ও গুজরাত নির্বাচন৷ দলিত ইস্যুতে রীতিমতো কোণঠাসা ছিল শাসকদল বিজেপি৷ কিন্তু উরি হামলার পর থেকে সে হাওয়া ঘুরে গিয়েছে৷ বিশেষত সার্জিক্যাল স্ট্রাইকের পর, মোদির গ্রহণযোগ্যতা তুঙ্গে৷ রাজনৈতিক মহলের ধারণা, হাওয়া বুঝেই মোদিকে আক্রমণের পথ থেকে একটু হলেও সরেছে কং শিবির৷ সারা দেশ জুড়ে যখন জাতীয়তাবোধের হাওয়া বইছে, তখন শহিদের হওয়া দরবার করাও কি সেই বাতাসে পাল তোলারই ইঙ্গিত!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement