Advertisement
Advertisement
RaJivl Gandhi

‘পাপা, দেশ নিয়ে তোমার দেখা স্বপ্ন পূরণ করব’, জন্মদিনে বাবা রাজীবকে শ্রদ্ধাজ্ঞাপন রাহুলের

শনিবার বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধিস্থলে তাঁকে শ্রদ্ধা জানান রাহুল-প্রিয়াঙ্কা।

Rahul Gandhi and Priyanka Gandhi paid homage Rajiv Gandhi on his 78th birth anniversary। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 20, 2022 12:31 pm
  • Updated:August 20, 2022 1:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এই দেশ নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছিল আমি তা পূর্ণ করার চেষ্টা সর্বদা করব।’ এভাবেই বাবা রাজীব গান্ধীর (Rajiv Gandhi) ৭৮তম জন্মদিনে তাঁকে কথা দিলেন পুত্র রাহুল (Rahul Gandhi)। শনিবার বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধিস্থলে তাঁকে শ্রদ্ধাও জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী রবার্ট ভদরা। সংসদে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালও তাঁদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল। সেখানেই তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘পাপা, তুমি সব সময় আমার সঙ্গে, আমার হৃদয়ে রয়েছ। এই দেশ নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছিলে আমি তা পূর্ণ করার চেষ্টা সর্বদা করব।’

Advertisement

[আরও পড়ুন: কষ্ট করলে কেষ্ট মেলে! কলকাতায় জন্মাষ্টমীতে অ্যাস্ট্রো সিজারে সন্তান জন্মের ঢল]

এছাড়াও কংগ্রেসের তরফে টুইট করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়েছে। দলের অফিসিয়াল টুইটারে পোস্ট করে লেখা হয়েছে, ‘আমরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি ‘একবিংশ শতাব্দীর ভারতের স্থপতি’ হিসেবে সমাদৃত। তাঁর দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ভারতে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিপ্লবের সূচনা হয়েছিল।’ রাজীব গান্ধীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

[আরও পড়ুন: স্ত্রী-মেয়ের আরও জমির হদিশ, ‘বেনামি সম্পত্তি নেই’, সাফাই অনুব্রতর]

উল্লেখ্য, ১৯৪৪ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী। তিনি ছিলেন দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে মা ইন্দিরা গান্ধী দেহরক্ষীর হাতে নিহত হলে তিনি মাত্র ৪০ বছরে দেশের মসনদে বসেন। তিনিই দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুরে এক জনসভায় আত্মঘাতী হামলায় প্রয়াত হন তিনি। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement