Advertisement
Advertisement

Breaking News

রাহুল গান্ধী

অসুস্থ সাংবাদিকের পরিচর্যায় রাহুল, জুতো হাতে প্রিয়াঙ্কা! ভাইরাল ভিডিও

জানুন এই ভিডিওর সত্যতা।

Rahul Gandhi and Priyanka Gandhi helps ailing journalist
Published by: Subhajit Mandal
  • Posted:April 5, 2019 5:07 pm
  • Updated:April 17, 2019 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ সাংবাদিককে স্ট্রেচারে করে পাঠানো হচ্ছে হাসপাতালে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজে স্ট্রেচারের একপাশ ধরে আছেন। তাঁকে সাহায্য করছেন দলের অন্য কর্মীরা। তাঁর নিরাপত্তারক্ষীরাও সাহায্য করছেন অসুস্থ ওই সাংবাদিককে অ্যাম্বুল্যান্সে তুলে দিতে। একটু ভাল করে লক্ষ্য করলেই দেখা যাবে রাহুলের বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর চোখেমুখেও ওই সাংবাদিকের জন্য উদ্বেগ। এমনকী অসুস্থ ওই সাংবাদিকের জুতোজোড়া নিজের হাতে করে তুলে নিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

[আরও পড়ুন: অসম জয়ের ডাক দিয়ে এনআরসি ইস্যুতে বিজেপিকে তোপ মমতার]

অনেকেই বলছেন, এটা রাহুল প্রিয়াঙ্কার লোকদেখানো কাজ। ভোটের আগে নিজেদের জনদরদি হিসেবে তুলে ধরার জন্য এমনটা করেছেন তাঁরা। কংগ্রেস তথা গান্ধী পরিবারের একান্ত অনুগামীরা বলছেন, না এটা লোকদেখানো নয়। রাহুল হোন বা প্রিয়াঙ্কা তাঁরা মানুষ হিসেবে সত্যিই ভাল। সাধারণ মানুষের উপকার করার সাধারণ প্রবৃত্তি থেকেই ওই সাংবাদিকের সাহায্যে এগিয়ে এসেছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা। এমনকী, আহত সাংবাদিকের জুতো হাতে নিতেও কুণ্ঠাবোধ করেননি প্রিয়াঙ্কা গান্ধী। আবার নিন্দুকেরা বলছেন, এই ভিডিওটিই ভুয়ো। রাহুল-প্রিয়াঙ্কা অসুস্থ সাংবাদিককে সাহায্য করলেও, তাঁর জুতো নিজের হাতে তুলে নেননি প্রিয়াঙ্কা।

Advertisement

আসুন প্রথমেই জেনে নেওয়া যাক ভিডিওটির সত্যতা। হ্যাঁ, সত্যিই অসুস্থ ওই সাংবাদিকের জুতো নিজের হাতে তুলে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। রাহুল গান্ধীও তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার তৎপরতা দেখিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে ওয়ানড়ে রাহুলের মনোনয়ন জমা দেওয়ার দিন। সমর্থকদের চাপে সাংবাদিকদের জন্য করা পৃথক ব্যারিকেড ভেঙে যায় বৃহস্পতিবার। তারপরই আহত হন তিনজন সাংবাদিক।

[আরও পড়ুন: চপার কেলেঙ্কারির মিডলম্যানের মুখে শীর্ষ কংগ্রেস নেতার নাম! চাপে রাহুল ব্রিগেড]

ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনিও অসুস্থ সাংবাদিকদের একজন। তাঁর চিকিৎসায় সত্যিই তৎপর হয়েছিলেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা। এখন রাহুলের এই আচরণ সাধারণ প্রবৃত্তি, নাকি লোকদেখানো তা রাজনৈতিক আলোচনার বিষয়। তবে, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার কংগ্রেস সভাপতিকে দেখা গিয়েছে অসুস্থ সাংবাদিকদের সাহায্য এগিয়ে আসতে। মাস দু’য়েক আগেই ওড়িশা সফর চলাকালীন রাহুলের ছবি তুলতে গিয়ে পড়ে যান এক সাংবাদিক। দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন কংগ্রেস সভাপতি। আবার গত মাসেই দিল্লিতে দুর্ঘটনাগ্রস্ত এক সাংবাদিককে নিজ দায়িত্বে হাসপাতালে পৌঁছে দিয়ে শিরোনামে এসেছিলেন কংগ্রেস সভাপতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement