সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুত্বের প্রশ্নে সংসদে রাহুল-মোদি বাকযুদ্ধ। এদিন নিজের ভাষণে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) মন্তব্য করেন, হিন্দুরা কখনই হিংসা ছড়ায় না। কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। কংগ্রেস নেতার এই মন্তব্যের পরেই আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাহুলকে উদ্দেশে তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না।
সোমবার শুরুতে নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ড এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সংসদে সরব হন রাহুল। তুলোধোনা করেন কেন্দ্রকে। কংগ্রেস নেতা মন্তব্য করেন, সরকারের অন্যায় বা ভুল নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসার মুখে পড়তে হচ্ছে। বিরোধী নেতাদের জেলে ভরা হচ্ছে। আমার উপরেও আক্রমণ হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে বাড়ি। ৫৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সোমবারের অধিবেশন রাহুল বুঝিয়ে দিয়েছেন তিনিই বিরোধীপক্ষের সেনাপতি। অন্যদিকে তাঁর একের পর এক বক্তব্যে অস্বস্তিতে পড়ে সরকার পক্ষ।
BREAKING : Biggest Uno reverse card in Lok Sabha 😂🔥
Rahul Gandhi was holding a portrait of Lord Shiva and explaining how he gave him strength while BJP MPs were crying and opposing it.
They are now opposing Bholenath just to oppose Rahul Gandhi.
pic.twitter.com/1M4QtClAaM— Roshan Rai (@RoshanKrRaii) July 1, 2024
শিবের ছবি নিয়ে সংসদে সুর চড়ান রাহুল। তাঁর হিন্দু মন্তব্যের জেরে সংসদে হট্টোগোল শুরু হয়। বিরোধী দলনেতার বক্তব্যের মাঝেই আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাহুলের হিন্দু মন্তব্যের বিরোধিতা করেন। বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগের প্রতিবাদ করেন তিনি। বলেন, এভাবে কোনও দলকে দোষারোপ করা যায় না। উল্লেখ্য, এদিন রাহুল অযোধ্যায় বিজেপির হার নিয়েও কটাক্ষ করেন। রামজন্মভূমিতে গরিবকে উচ্ছেদ করে বিমানবন্দর হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিনিময়ে প্রাপ্য দেওয়া হয়নি সাধারণ মানুষকে। এর পরেই মোদি উঠে দাঁড়ান। রাহুলকে উদ্দেশে তিনি বলেন, আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না।
এদিকে সংসদের অধিবেশন থেকে বেরিয়ে রাহুলের মন্তব্যের পক্ষে ও বিপক্ষে মত দিলেন বিভিন্ন দলের সাংসদরা। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মেয়ে আরজেডি নেত্রী মিস ভারতী কংগ্রেস নেত্রীর হয়ে ব্যাটন ধরলেন। তিনি বলেন, “উনি (রাহুল গান্ধী) হিন্দুদের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে হিংসা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগ এনেছেন।”
#WATCH | RJD MP Misa Bharti says, “He (Rahul Gandhi) said for all religions and not just Hinduism…He (Rahul Gandhi) didn’t say Hindus spread hate, he said BJP spreads hate…Why do they talk about something which happened around 50 years ago…Why do they don’t discuss their 10… pic.twitter.com/oAxwfTHbFA
— ANI (@ANI) July 1, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.