Advertisement
Advertisement
রাহুল

নিষেধাজ্ঞা অমান্য করেই কাশ্মীর যাচ্ছেন রাহুল, সঙ্গে তৃণমূল-সহ ৯ বিরোধী দলের প্রতিনিধি

শান্তি বিঘ্নিত করতে চাইছে বিরোধীরা, দাবি কাশ্মীরের রাজ্যপালের।

Rahul Gandhi and leaders fromopposition parties will visit Kashmir
Published by: Subhajit Mandal
  • Posted:August 24, 2019 10:19 am
  • Updated:August 24, 2019 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কাশ্মীর যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবং ৯টি বিরোধী দলের প্রতিনিধিরা। আজ দুপুরেই শ্রীনগর যাওয়ার কথা রাহুল গান্ধীর। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের চ্যালেঞ্জ গ্রহণ করে রাহুল আগেই জানিয়েছিলেন তিনি কাশ্মীরে যাবেন। কিন্তু পরে সত্যপাল মালিক দাবি করেন, রাহুল গান্ধী আসলে কাশ্মীরে এসে শান্তি বিঘ্নিত করতে চাইছেন। তবে, রাজ্যপালের সেই অভিযোগ উড়িয়ে দিয়ে শনিবারই কাশমীরে যাচ্ছেন রাহুল-সহ বিরোধী দলের প্রতিনিধিরা। তাৎপর্যপূর্ণভাবে বিরোধীদের এই প্রতিনিধিদলে থাকছেন তৃণমূলের প্রতিনিধিও।

[আরও পড়ুন: ‘ভারতের অর্থনীতি যথেষ্ট মজবুত’, মন্দার আশঙ্কা উড়িয়ে দাবি অর্থমন্ত্রী নির্মলার]

কংগ্রেস সূত্রের খবর, আজ দুপুর বারোটা নাগাদ কাশ্মীরের উদ্দেশে রওনা হবেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে যাচ্ছেন সিপিআইএম-এর সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, ডিএমকের ত্রিরুচি শিবা, আরজেডির মনোজ ঝাঁ, তৃণমূলের দীনেশ ত্রিবেদী। প্রতিনিধিদলে থাকেন এনসিপির এক প্রতিনিধিও। কংগ্রেস নেতাদের মধ্যে গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মাও থাকবেন রাহুল গান্ধীর সঙ্গে। এদের মধ্যে গুলাম নবি আজাদ, সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা। আগেও শ্রীনগর গিয়েছেন। কিন্তু তাদের বিমানবন্দরেও আটকে দেওয়া হয়। গুলাম নবি আজাদকে এখনও পর্যন্ত দু’বার আটক করা হয়েছে শ্রীনগর বিমানবন্দরে। রাহুল গান্ধী এবং বিরোধী দলের প্রতিনিধিদের আজও আটক করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে বিধানসভা উপনির্বাচনে জোট বেঁধে লড়বে বাম-কংগ্রেস, প্রস্তাবে সিলমোহর সোনিয়ার]

শ্রীনগরে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি, কাশ্মীরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা কথা আছে বিরোধী নেতাদের। উল্লেখ্য, কাশ্মীরে শান্তি বজার রাখার স্বার্থে ইতিমধ্যেই অন্তত শ’চারেক রাজনৈতিক নেতাকর্মী এবং গ্রেপ্তার বা আটক রয়েছেন। এদিকে, রাহুল গান্ধীর এই কাশ্মীর যাত্রাকে ভালো চোখে নেয়নি কাশ্মীর প্রশাসন। কাশ্মীর সরকারের তরফ এলাকার শান্তি রক্ষার স্বার্থে রাহুল এবং অন্যান্য বিরোধীদের কাশ্মীরে না যাওয়ার আরজি জানানো হয়েছে। রাজ্যপাল সত্যপাল মালিক আবার বলছেন, এলাকার শান্তি বিঘ্নিত করার উদ্দেশেই কাশ্মীর যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement