সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের বিরুদ্ধে কার্যত হাত গুটিয়ে বসে থাকার অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এই অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে দাবি করেছেন, করোনার (Corona Virus) অতিমারী রুখতে সম্পূর্ণ লকডাউন ছাড়া পথ নেই। তবে লকডাউনের (Lockdown) নিদান দিলেও গরিব মানুষ যাতে ফের বিপদে না পড়েন তার দাবিও তুলেছেন রাহুল।
রাহুল টুইটে লিখেছেন, “ভারত সরকার এটা বুঝতেই পারছে না। বুঝতে পারছে না, করোনা সংক্রমণ আটকানোর এক মাত্র রাস্তা হল সম্পূর্ণ লকডাউন।” একই সঙ্গে তিনি ন্যূনতম আয় যোজনা (ন্যায়)-এর সপক্ষে সওয়াল করে বলেন, দরিদ্র শ্রেণির সুরক্ষাও দেখতে হবে। একই সঙ্গে তিনি লিখেছেন, “ভারত সরকারের নিষ্ক্রিয়তা বহু নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।”
GOI doesn’t get it.
The only way to stop the spread of Corona now is a full lockdown- with the protection of NYAY for the vulnerable sections.
GOI’s inaction is killing many innocent people.
— Rahul Gandhi (@RahulGandhi) May 4, 2021
২০১৯-এর লোকসভা ভোটে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে প্রস্তাব দেওয়া হয়, দেশের অর্থনৈতিক ভাবে সব থেকে পিছিয়ে পড়া ২০ শতাংশ পরিবারের জন্য বার্ষিক ন্যূনতম ৭২ হাজার টাকা আয়ের ব্যবস্থা করা হবে। সেই প্রকল্পের নাম দেওয়া হয় ন্যূনতম আয় যোজনা বা ন্যায়। সেই প্রকল্পের কথাই টুইটে ফের একবার তুলে ধরেন কংগ্রস নেতা।
এদিকে মঙ্গলবারই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করেন, আগামী ১৫ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে রাজ্যে। করোনা সংক্রমণ আটকাতেই মন্ত্রিসভায় আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইট করে জানিয়েছেন তিনি।
कल सहयोगी मंत्रीगण एवं पदाधिकारियों के साथ चर्चा के बाद बिहार में फिलहाल 15 मई, 2021 तक लाॅकडाउन लागू करने का निर्णय लिया गया। इसके विस्तृत मार्गनिर्देशिका एवं अन्य गतिविधियों के संबंध में आज ही आपदा प्रबंधन समूह (Crisis management Group) को कार्रवाई करने हेतू निदेश दिया गया है।
— Nitish Kumar (@NitishKumar) May 4, 2021
অন্যদিকে আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩,৪৪৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। তবে চিন্তায় রাখছে অ্যাকটিভ কেস। বর্তমানে চিকিৎসাধীন ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এদিকে দৈনিক সংক্রমণ অনেকটা কমেছে মহারাষ্ট্র-সহ কয়েকটি রাজ্যে। তবে জুলাই-আগস্টে সেই রাজ্যেগুলিতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.