Advertisement
Advertisement
Rahul Gandhi Bengali News

রাহুল নরম গদিতে বসা ‘ভিআইপি কৃষক’! কংগ্রেস নেতাকে কটাক্ষ স্মৃতি ইরানির

পাঞ্জাবে আন্দোলনরত রাহুলের ছবি দেখিয়ে বিজেপির প্রশ্ন, এটা প্রতিবাদ নাকি পর্যটনের বিজ্ঞাপন!

Bengali News: Rahul Gandhi a ‘VIP kisan who uses sofa to sit on tractor', Smriti Irani attacks Congress's Kisan Bachao rally | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 6, 2020 12:55 pm
  • Updated:October 6, 2020 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ‘ভিআইপি কৃষক’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পাঞ্জাবে গিয়েছেন কংগ্রেস নেতা। একটি ট্রাক্টরে চেপে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে তাঁকে, যেটির আসন ছিল নরম গদির। সেপ্রসঙ্গ তুলে খোঁচা দেন স্মৃতি। গুজরাটে বিজেপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘‘রাহুল কখনওই এমন এক ব্যবস্থাকে সমর্থন করবেন না যে ব্যবস্থায় ছোট, প্রান্তিক কৃষকরা দালালদের হাত থেকে রক্ষা পাবেন।’’

প্রসঙ্গত, রবিবার তিন দিনের সফরে পাঞ্জাবে গিয়েছে রাহুল গান্ধী। মঙ্গলবার পাটিয়ালার এক সার্কিট হাউসে এক জনসভায় রাহুল দাবি করেন, নতুন কৃষি বিল কৃষকদের খাদ্য ও নিরাপত্তার পরিকাঠামোকে ধ্বংস করে দেবে। মোদি সরকারকে আক্রমণ করে তাঁর অভিযোগ, সংসদে এই বিল পেশ করে সরকার কৃষকদের উপরে আক্রমণ করেছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘‘ওঁর ক্ষমতায় আসার স্বপ্ন কোনওদিনই সফল হবে না। সংসদীয় ঐতিহ্যকে সম্মান করাটা ওঁর স্বভাবে নেই।’’ 

২০১৩ সালে ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীনই একটি অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলেছিলেন রাহুল। সেই প্রসঙ্গ তুলে কৃষি আইনের বিরোধিতা করা রাহুল সম্পর্কে স্মৃতির খোঁচা, ‘‘আপনারা আশা করতে পারেন না উনি সংসদকে সম্মান দেখাবেন।’’ নতুন কৃষি আইন সম্পর্কে স্মৃতির দাবি, এই আইন নিজেদের পণ্য সরাসরি অন্যদের কাছে বিক্রি করার অধিকার দেবে কৃষকদের। পাশাপাশি তাঁর অভিযোগ, কংগ্রেস এটা চায় না। তাদের উদ্দেশ্য দালালরাজ কায়েম রাখা।

[আরও পড়ুন: যোগীর পুলিশে আস্থা নেই! ৮০০ কিলোমিটার দূরে ধর্ষণের অভিযোগ দায়ের নেপালের যুবতীর]

এদিকে ট্রাক্টরের নরম গদিতে রাহুলের বসে থাকা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা হরদীপ সিং পুরী।  ট্রাক্টরে চেপে রাহুলের সেই প্রতিবাদ মিছিলের ছবি পোস্ট তি‌নি প্রশ্ন করেন, এটা প্রতিবাদ নাকি পর্যটনের বিজ্ঞাপন! কেবল নরম গদিই নয়, পাশাপাশি রাহুলের পরনের মখমলের কুর্তা, ব্র্যান্ডেড জুতো ও জলের বোতল দেখিয়েও কটাক্ষ করেছেন হরদীপ।

[আরও পড়ুন: গডসের নামে ইউটিউব চ্যানেল খুলছে হিন্দু মহাসভা, দেখানো হবে গান্ধীহত্যার কারণ ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement