Advertisement
Advertisement

গভর্নর পদে উপযুক্ত নন রাজন, মোদিকে বিস্ফোরক চিঠি স্বামীর

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে অবিলম্বে রঘুরাম রাজনকে সরিয়ে দেওয়া হোক!

Raghuram Rajan 'mentally not fully Indian', sack him, Subramanian Swamy writes to PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 3:14 pm
  • Updated:May 17, 2016 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে অবিলম্বে রঘুরাম রাজনকে সরিয়ে দেওয়া হোক! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠি লিখে এমনটাই জানালেন বিজেপি নেতা সুব্রহ্ম্যণম স্বামী৷ চিঠিতে তিনি লিখেছেন, “দেশের অর্থনীতির ক্ষতি করছেন ওই আমলা৷” স্বামী আরও লিখেছেন, “রাজন মনেপ্রাণে ভারতীয় নন৷ জাতীয় স্বার্থেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হোক৷”

(মাত্র ৫০০ টাকাতেই বিমানযাত্রার সুযোগ)

Advertisement

কয়েকদিন আগে কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান রঘুরাম রাজন মন্তব্য করেন, বিদেশি ব্যাঙ্কগুলি ভারতে শাখা খোলা বন্ধ করে দিয়েছে৷ কারণ দেশের অতি ঝুঁকির ‘ক্রেডিট রেটিং’-এর নিয়ম মেনে বহু টাকা জমা রাখার কারণে বিদেশি লগ্নিকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, অভিযোগ করেন রাজন৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজন বলেছিলেন, বিদেশি ব্যাঙ্কগুলি মনে করে এখানে শাখা খোলা উপযুক্ত নয়৷ ভারতের বহু শিল্প ক্ষেত্র মুখ থুবড়ে পড়েছে এবং দেশের বেকারত্বও বেড়েছে অনেকটাই, মন্তব্য করেছিলেন রাজন৷ তারই পাল্টা জবাবে রাজনকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বামী৷ তিনি বলেন, “শিকাগো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ানোর কাজ করলে অনেক ভাল করবেন তিনি৷ দেশের অর্থনীতির ক্ষতি করছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর৷” মাত্র কিছুদিন আগেই বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন স্বামী৷

একা স্বামী নন অবশ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর রঘুরাম রাজন দ্বিতীয়বারের জন্য পদে থাকবেন কি না তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও৷ এ বিষয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আদতে উসকে দিলেন অসংখ্য জল্পনা৷ চলতি বছরের সেপ্টেম্বরেই তিন বছরের মেয়াদ সম্পূর্ণ হচ্ছে রঘুরাম রাজনের৷ সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের প্রকাশ্য মতানৈক্য রীতিমতো সংঘাতের পর্যায়ে পৌঁছেছে৷ সেই প্রেক্ষিতে তাঁকে দ্বিতীয়বারের জন্য পদে ফিরিয়ে আনার ক্ষেত্রে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল৷ সোমবার নয়াদিল্লির ইন্ডিয়ান উইমেনস প্রেস করপস-এর অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে জেটলি বলেন, “এই ধরনের ইস্যু আমরা মিডিয়ার মাধ্যমে আলোচনা করি না৷”

(এবার জীবনবিমার সুবিধে অবসরের ৩ বছর পরও)

তবে রাজনের মেয়াদ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জলঘোলা শুরু হয়ে গিয়েছে৷ এ বিষয়ে বিরোধীরা এখনও আসরে না নামলেও রাজনৈতিকভাবে প্রকাশ্যেই অসন্তোষের কথা বলতে শুরু করেছে বিজেপি৷ কারণ সরকারের তরফে যখন বারবার তথ্য, পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নের সাফল্য নিয়ে জোরালো দাবি করা হচ্ছে তখন পাল্টা মুখ খুলে সরকারকে অস্বস্তিতে ফেলেছেন রাজন৷ বহু ক্ষেত্রেই তিনি দাবি করেছেন, সরকারের তরফে যে উন্নয়নের কথা বলা হচ্ছে তা বাস্তব চিত্র নয়৷ সম্ভবত সেই কারণেই রাজনের মেয়াদবৃদ্ধির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেও দলে কোণঠাসা নন বিজেপি সাংসদ স্বামী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement