Advertisement
Advertisement

বিয়ের আমন্ত্রণপত্রে রাফালে! অভিনব উপহার চাইলেন দম্পতি

যুদ্ধবিমানের ছবি-সহ ন'টি তথ্য আমন্ত্রণপত্রে।

Rafael deal in marriage invitation card
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:January 14, 2019 3:35 pm
  • Updated:January 14, 2019 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে বিজেপি বা কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করে বিয়ের কার্ড তৈরির নজির আছে। কিন্তু রাফালে নিয়ে তথ্য পেশ করা এমন নজিরবিহীন আমন্ত্রণপত্র কি আগে দেখা গিয়েছে? বোধ হয় না। ভারত ও ফ্রান্সের মধ্যে রাফালে যুদ্ধবিমান চুক্তিকে হাতিয়ার করে সংসদে বিজেপির সঙ্গে লড়ছে কংগ্রেস ও অন্য বিরোধীরা। সেই বিষয়কে বিয়ের কার্ড বানিয়ে অতিথিদের নিমন্ত্রণ করলেন গুজরাতের এক দম্পতি। পাত্র যুবরাজ, পাত্রী সাক্ষী। বিয়ের কার্ডে লেখা, “বিজেপির জন্য নমো অ্যাপসে আপনারা যা আশীর্বাদ করবেন, সেটাই হবে আমাদের উপহার।” এরপর রাফালে চুক্তি নিয়ে ন’টি তথ্য জানানো হয়েছে বিয়ের কার্ডে।

[কুম্ভ মেলায় বিস্ফোরণ, ভস্মীভূত দিগম্বর আখড়া]

গত কয়েক সপ্তাহে রাফালে নিয়ে উত্তাল হয়েছে সংসদ। বিজেপিকে পরপর আক্রমণ করেছে কংগ্রেস। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন রাফালে নিয়ে সংসদে কেন্দ্রের পক্ষ থেকে বিবৃতি পেশ করেন। তারপরেও রাফালে জট কাটেনি। কিন্তু নিজের বিয়েতে মোদিকে সমর্থন করে এভাবে রাফালে চুক্তি নিয়ে বিবৃতি পেশ করার ঘটনা দেশে প্রথমবার। গতকাল এই দম্পতির বিয়ের আমন্ত্রণপত্রটি টুইট করেন কর্নাটকের বিজেপি সংসদ শোভা কারান্ডলাজে। লেখেন, যুবরাজ ও সাক্ষীর বিয়ের নিমন্ত্রণপত্রে তাঁদের রাজনৈতিক পছন্দ পরিষ্কার। ২২ জানুয়ারি তাঁদের  রিসেপশন। কার্ডে লেখা – নমো অ্যাপসে বিজেপিকে ফলো করা ও ভোট দেওয়ার আবেদন। কার্ডের নিচে বিজেপির প্রতীক পদ্মফুল। তারপর রাফালে নিয়ে অতিথিদের ন’টি তথ্য জানিয়েছে এই দম্পতি। রাফালে যুদ্ধবিমানের ছবিও দেওয়া আছে কার্ডে। আর লেখা, মোদির উপর সম্পূর্ণ আস্থা রাখুন।

Advertisement

[দুবাইয়ের হোটেলে গোমাংস-সহ ব্রেকফাস্ট রাহুলের! তোলপাড় সোশ্যাল মিডিয়া]

আমন্ত্রণপত্রের হটকেক আইটেম রাফালে নিয়ে তাঁদের দেওয়া ন’টি তথ্য। সেখানে এই দম্পতি লেখেন-

১. অস্ত্র-সহ বিমান ও সাধারণ বিমানের দামের পার্থক্য নিয়ে বোকারাও প্রশ্ন করে না।
২. রাফাল নিয়ে কংগ্রেস যে দামের কথা বলছে, সেই দামের কি কোনও তথ্যভিত্তিক প্রমাণ দেখাতে পারবে?
৩. আম্বানিকে সুবিধা দেওয়ার কথা বলছে কংগ্রেস। কিন্তু নিজেদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা দামের কথা বলছে।
৪. অনেক সরকারি ও বেসরকারি প্রতিরক্ষা সংস্থার সঙ্গেই চুক্তি হয়েছে কেন্দ্রের।
৫. কংগ্রেসও নিজেদের সময় সেভাবে হ্যালের পাশে দাঁড়ায়নি।
৬. সুপ্রিম কোর্ট রাফালে চুক্তিকে ক্লিনচিট দিয়েছে।
৭. ১১ বছরে ইউপিএ দেশে রাফালে বিমান আনতে পারেনি।
৮. বিরোধীরা রাফাল চুক্তি নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসিতে যাওয়ার আবেদন করছেন। জেপিসি সরকারের নীতির মধ্যে পড়ে। এটি কোনও তদন্ত নয়। আর জেপিসি সরকার যে দলের, তাদের পক্ষেই মত দেয়। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে বোফর্স কেলেঙ্কারি। প্রথমবার জেপিসি গঠন করার পর সব অভিযোগ ধামাচাপা দেওয়া হয়।
৯. রাহুল গান্ধী ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরেই সংশয় বাড়তে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement