সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে দেখলে সাধারণ ওষুধের বাক্স। তবে তার ভিতরে ঠাসা রয়েছে তেজস্ক্রিয় পদার্থ। বিমানবন্দরে সেই তেজস্ক্রিয় পদার্থ লিক করায় রীতিমতো আতঙ্ক ছড়াল লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, শনিবার সকালে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে মালপত্র পরীক্ষা করে দেখছিলেন কর্মীরা। সেই সময় কর্তৃপক্ষের নজরে আসে এক ওষুধের বাক্স। পরীক্ষা করে দেখতে গিয়েই লিক করে সেই তেজস্ক্রিয় পদার্থ। এই ঘটনায় বিমানবন্দরে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। ডাকা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ)। যদিও এই ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে কোনও প্রভাব পড়েনি। কর্তৃপক্ষের তরফে যাচ্ছে, ওই ওষুধের বাক্সের মধ্যে ক্যানসারের চিকিৎসার ওষুধ ছিল। তেজস্ক্রিয় পদার্থে ভরা সেই ওষুধের বাক্স তল্লাশির সময় দুর্ঘটনা ঘটে। তাতেই আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে।
সূত্রের খবর, এই ঘটনার জেরে ২ জন অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। আইসোলেট করা হয় আরও ৩ জনকে। যদিও অসুস্থতার কথা মানতে চায়নি বিমান বন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, লখনউ থেকে ওই ওষুধ নিয়ে অসমে যাচ্ছিলেন এক মহিলা সেই সময় বিমানবন্দরে ঘটে এই ঘটনা।
উল্লেখ্য, গত সপ্তাহে বিহারের গোপালগঞ্জে ৫০ গ্রাম তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম-সহ ধরা পড়েন দুই যুবক। জানা গিয়েছে, মূল্যবান এই তেজস্ক্রিয়ের প্রতি গ্রামের দাম ১৫ কোটি টাকা। অর্থাৎ প্রায় সাড়ে ৮০০ কোটি টাকার এক তেজস্ক্রিয় কোথায় পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা চলছে। এরই মাঝে লখনউ বিমানবন্দরে উদ্ধার হওয়া এই তেজস্ক্রিয় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.