ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মাঝে ফের বড় ধাক্কা কংগ্রেসে (Congress)। তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন ছত্তিশগড়ের (Chhattisgarh) নেত্রী তথা দলের সর্বভারতীয় মুখপাত্র রাধিকা খেড়া (Radhika Khera)। পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। নির্বাচনের মাঝেই দলত্যাগের কারণ হিসেবে রাধিকার দাবি, রামমন্দির উদ্বোধনের সময়ে অযোধ্যা যাত্রা নিয়ে বিতর্ক তৈরি করেছিল দল। যার জেরেই কংগ্রেসকে ‘রাম বিরোধী’ অভিযোগ তুলে দল ছেড়েছেন তিনি।
দলের উদ্দেশে নিজের ইস্তফা পত্রে রাধিকা লিখেছেন, ‘সব হিন্দুদের কাছে প্রভু রামের জন্মস্থান এক প্রবিত্র তীর্থক্ষেত্র। রামলালার দর্শন পেলে হিন্দুরা তাঁদের জীবনকে ধন্য বলে মনে করেন। অথচ কিছু মানুষ এর বিরোধিতা করছেন।’ তাঁদের ‘রাম বিরোধী’ বলে তোপ দেগে চিঠিতে তিনি আরও লেখেন, ‘গত ২২ বছর ধরে আমি এই দলে রয়েছি। দলের একেবারে নিচ থেকে ধাপে ধাপে উঠে আজ এই জায়গায় এসেছি আমি। এত বছর ধরে সততার সঙ্গে কাজ করার পরও আমাকে দলের মধ্যেই প্রবল বিরোধিতার মধ্যে পড়তে হচ্ছে। কারণ আমি অযোধ্যায় রামলালা দর্শনে গিয়েছিলাম। আমার এই পূণ্য় কাজের বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়ে দল ছাড়ছি আমি।’
आज अत्यंत पीड़ा के साथ पार्टी की प्राथमिक सदस्यता त्याग रही हूँ व अपने पद से इस्तीफ़ा दे रही हूँ।
हाँ मैं लड़की हूँ और लड़ सकती हूँ, और वही अब मैं कर रहीं हूँ।
अपने व देशवासियों के न्याय के लिए मैं निरंतर लड़ती रहूँगी। pic.twitter.com/6hjgSDcXV0
— Radhika Khera (@Radhika_Khera) May 5, 2024
তিনি আরও লেখেন, ‘এমনকী ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরাও এই অপমানের বিরুদ্ধে আমার পাশে দাঁড়াতে অস্বীকার করেছেন। সর্বদা আমি অন্যকে বিপদে পাশে দাঁড়িয়েছি। অথচ আজ আমি নিজেকে হেরে যাওয়া নেত্রী হিসেবে দেখছি।’ একই সঙ্গে সোশাল মিডিয়ায় নিজের চিঠি তুলে ধরে তিনি লেখেন, ‘আমি একজন মহিলা এবং আমি লড়াইটা লড়তে পারি। বর্তমানে সেটাই করছি আমি। নিজের ও দেশবাসীর সঙ্গে চলতে থাকা অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে।’
উল্লেখ্য, কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্রের পদে ছিলেন আহমেদাবাদের বাসিন্দা রাধিকা খেড়া। পাশাপাশি ছত্তিশগড়ের মিডিয়া কোঅর্ডিনেটর ছিলেন তিনি। এর আগে কংগ্রেসের টিকিটে দিল্লির জনকপুরি আসন থেকে বিধানসভা নির্বাচন লড়েছিলেন রাধিকা। যদিও আম আদমি পার্টির কাছে হারতে হয় তাঁকে। দলের অন্দরে গত কয়েকদিন যে তাঁর ক্ষোভ বাড়ছিল সে আভাস আগেই পাওয়া গিয়েছিল রাধিকার টুইটে। গত ৩০ এপ্রিল এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মাতা কৌশল্যার বাপের বাড়ির মেয়ে ভালো নেই। পুরুষতান্ত্রিক মানসিকতার কিছু মানুষ আজও মহিলাদের পায়ের তলায় পিষে রাখতে চাইছে। শীঘ্রই আমি এর পর্দা ফাঁস করব।’ সেই ঘটনার পর এবার দল ছাড়লেন রাধিকা। রাজনৈতিক মহলের অনুমান শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.