Advertisement
Advertisement

Breaking News

Rabri Devi

জমির বিনিময়ে রেলে চাকরি! দুর্নীতি মামলায় ইডির জেরা রাবড়ি দেবীকে

বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও এর আগে ইডির জেরার মুখে পড়তে হয়েছিল।

Rabri Devi appears before ED for questioning। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 18, 2023 6:50 pm
  • Updated:May 18, 2023 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি দুর্নীতি মামলায় ইডির (ED) সামনে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi)। বৃহস্পতিবার ৬৮ বছরের লালু-পত্নীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। এর আগে রাবড়ির কন্যা মিশা ভারতী ও পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও ইডির জেরার মুখে পড়তে হয়েছিল। বৃহস্পতিবার রাবড়ির মন্তব্যও রেকর্ড করল ইডি।

ঠিক কী অভিযোগ লালুর পরিবারের বিরুদ্ধে? আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন অর্থাৎ ২০০৪-০৯ সময়কালে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয় রেলের নানা ক্ষেত্রে। আর সেই চাকরি দিতে ‘মূল্য’ হিসেবে নাকি লালুর পরিবারের সদস্যদের জমি দিতে হত। এই অভিযোগেই মামলা রুজু করে সিবিআই। পরবর্তী সময়ে ইডি তল্লাশি চালিয়ে ১ কোটি নগদ টাকা উদ্ধার করে। সেই মামলাতেই এদিন হাজিরা দিতে হল রাবড়িকে।

Advertisement

[আরও পড়ুন: মিনি স্কার্টে মন্দিরে প্রবেশ নয়, নির্দেশিকা জারি উত্তরপ্রদেশের বালাজি মন্দিরে]

গত মাসে এই মামলায় জামিন পান লালু, লালু-পত্নী, তাঁদের কন্যা মিসা ভারতী-সহ বাকি অভিযুক্তরা। কিডনি প্রতিস্থাপনের তিন মাস পরে আদালতে হাজিরা দেন লালু।

[আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলায় কীভাবে নাম জুড়ল অভিষেকের? জেনে নিন ঘটনাক্রম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement