সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি করে (R G Kar Case) নির্যাতিতা নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনা নিয়ে বিতর্ক দানা বেধেছে। নির্যাতিতার নাম বলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ একাধিক ব্যক্তিকে তলব করেছে কলকাতা পুলিশ। এবার এই বিষয়ে তৎপর হল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যম থেকে নিহতের নাম, ছবি এবং ভিডিও ক্লিপিংস মোছা বা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, সুপ্রিম নির্দেশ মানতেই হবে।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে বুধবার এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ করা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা। আরও বলা হয়েছে, সংবেদনশীল তথ্য কোনও ভাবেই প্রকাশ্যে আনতে পারবে না সমাজমাধ্যম পরিচালন সংস্থাগুলি। এই বিষয়ে তাদের নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, বছর দশেক আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, একাধিক কারণে কোনও ভাবেই নির্যাতিতা বা তাঁর পরিবারের সদস্যদের নাম, ঠিকানা, ছবি প্রকাশ করা যাবে না। যদিও আর জি কর কাণ্ডে সেই বিধিনেষেধ মানা হয়নি বলে অভিযোগ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমগুলিতে ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের নাম ছড়িয়ে পড়ে। সেই কারণেই তৎপর হয় বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.