Advertisement
Advertisement

Breaking News

পুরুষ ও মহিলাদের পৃথক লাইন, নয়া নিয়ম পুরীর জগন্নাথ মন্দিরে

দর্শনার্থীদের ভোগান্তি কমাতেই সচেষ্ট মন্দির কর্তৃপক্ষ৷

Queue system for devotees at Sri Jagannath temple
Published by: Sayani Sen
  • Posted:October 1, 2018 10:09 am
  • Updated:October 1, 2018 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ আর এবার নয়া নিয়ম পুরীর জগন্নাথ মন্দিরেও৷  মন্দিরে প্রবেশের জন্য এবার থেকে আলাদাভাবে লাইন দিতে হবে পুরুষ ও মহিলাদের৷ সোমবার থেকে পরীক্ষামূলকভাবে নয়া এই নিয়ম চালু করেছে মন্দির কর্তৃপক্ষ৷ নয়া এই নিয়মে  ‘সিংহদ্বার’ থেকে  আলাদাভাবে মন্দিরে ঢুকতে হবে পুরুষ ও মহিলা ভক্তদের লাইন আলাদা৷ জগন্নাথ দর্শনের পর আবার তিনটি দরজা দিয়ে বাইরে বেরোতে হবে৷

[রেলে স্বচ্ছতার প্রতিযোগিতা, গান্ধীর ছবিতে সেজে উঠছে স্টেশন]

জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীর মন্দিরে ভিড় জমান৷ কোনও বিশেষ অনুষ্ঠানের সময় জনসমুদ্রের রূপ নেয় জগন্নাথ মন্দির চত্বর৷ পুণ্যার্থীদের ভিড় ঠেলে মন্দিরে পৌঁছতে অনেক সময়ই সমস্যা হয়৷ সেই ভোগান্তি থেকে ভক্তদের রেহাই দিতে এই নয়া নিয়ম চালু করা হয়েছে৷ আপাতত সোমবার থেকে পরীক্ষামূলকভাবে পুরুষ ও মহিলা পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে৷ কোনও সমস্যা না হলে ব্যারিকেডের মাধ্যমে পাকাপাকিভাবে পৃথক লাইন তৈরি করা হবে৷ রবিবার পুরীর মন্দিরে পুণ্যার্থীদের প্রবেশের বন্দোবস্তের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন জেলা কালেক্টরেট জ্যোতিপ্রকাশ দাস৷ তিনি বলেন, ‘‘পরীক্ষামূলক পদ্ধতিতে সাফল্য মিললেই, খুব তাড়াতাড়ি পাকাপাকিভাবে পুরুষ ও মহিলা পুণ্যার্থীদের প্রবেশের বন্দোবস্ত করা হবে৷’’ পুরীর জেলা পুলিশ সুপার সার্থক সারাঙ্গিও একই কথাই বলেন৷ দিন কয়েক আগে পুরীর মন্দিরে দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গড়ে দেয় ওড়িশা হাই কোর্ট৷

Advertisement

[বোঝো কাণ্ড! মদ্যপানেও এদেশে পুরুষদের টক্কর দিচ্ছেন মহিলারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement