Advertisement
Advertisement
Indian Railways

রেলের যাত্রী নিরাপত্তায় কেন্দ্রের দাবি নিয়ে বড়সড় প্রশ্ন, মাত্র ১১ শতাংশ স্টেশনে CCTV

রেলমন্ত্রকের তথ্যেই প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

Question on Centre's demand for railway passenger safety, only 11 percent of stations have CCTV | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 19, 2023 2:08 pm
  • Updated:August 19, 2023 2:08 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: দেশের ১১ শতাংশেরও কম রেল স্টেশনে রয়েছে সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) নজরদারি। মন্ত্রক সূত্রে পাওয়া এই তথ্য সামনে আসার পরই প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেলের (Indian Railways) যাত্রী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যু।

ডিজিটাল ইন্ডিয়া (Digital India)। দেশের পরিকাঠামোগত প্রভূত উন্নতি। নরেন্দ্র মোদি (PM Narendra Modi) জমানায় নাকি এই ধরনের নানা যুগান্তকারী কাজ হয়েছে। এই দাবিই বারবার করে এসেছেন প্রধানমন্ত্রী ও তাঁর দলের ছোট-মাঝারি-বড় বিভিন্ন মাপের নেতা। কিন্তু বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে তার সম্পূর্ণ বিপরীত ছবি।

Advertisement

[আরও পড়ুন: ঋণ নেওয়ার ক্ষেত্রে বদল আরবিআইয়ের নিয়মে! কী বলা হয়েছে নয়া গাইডলাইনে?]

ভারতীয় রেলে বর্তমানে কোঙ্কন ছাড়া রয়েছে আরও ১৭টি জোন। যার সম্মিলিত স্টেশন সংখ্যা প্রায় ৭,৩৪৯। এর মধ্যে মাত্র ৭৯৯টি স্টেশন রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। শতাংশের বিচারে যা মাত্র ১০.৮৭ শতাংশ। আর কোঙ্কন জোন ধরলে ভারতীয় রেলের অধীনে থাকা স্টেশনগুলির মধ্যে মাত্র ৮৬৬টি স্টেশনে রয়েছে সিসিটিভি। যার মধ্যে কোঙ্কন জোনের স্টেশন ৬৭টি। সর্বাধিক সিসিটিভি-র অধীনে ১১৩টি স্টেশন রয়েছে সেন্ট্রাল রেলওয়ে জোনে।

দ্বিতীয় স্থানে নর্দার্ন রেলওয়ে (১০৬টি)। তৃতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন (৬৫টি) জোনের থেকে অনেকটা পিছিয়ে ইস্টার্ন (২৭টি) রেলওয়ে। সব থেকে কম ২৫টি করে স্টেশনে সিসিটিভি রয়েছে নর্থ-ইস্টার্ন এবং সাউথ ওয়েস্টার্ন জোনে। কলকাতা মেট্রো রেলওয়ের ৩৩টি স্টেশনে রয়েছে সিসিটিভি। অথচ ব্লু (২৬), গ্রিন (৮) ও পার্পল (৬) লাইন মিলিয়ে মোট স্টেশন সংখ্যা ৪০। সূত্রের খবর, পার্পল লাইনের বেশ কিছু কাজ এখনও বাকি। যার মধ্যে রয়েছে সিসিটিভি লাগানোর কাজও। এছাড়া দেশজুড়ে যে বিপুল সংখ্যক ট্রেন চলাচল করে, তার মধ্যে মাত্র ৭,২৬৪টি কোচে রয়েছে সিসিটিভি ক্যামেরা। এর মাধ্যমেই বোঝা যায়, ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তার সত্যিকারের পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে।

[আরও পড়ুন: দেশে জন ধন অ্যাকাউন্ট পেরিয়েছে ৫০ কোটি, ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’, উচ্ছ্বসিত মোদি]

রেলমন্ত্রক থেকে পাওয়া এই তথ্যে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা। এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, বিভিন্ন জোন ও ডিভিশনে দ্রুতগতিতে চলছে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ। যার মধ্যে সেন্ট্রাল জোনের অন্তর্গত মুম্বই লোকাল ট্রেনের ৭৭১টি লেডিজ স্পেশাল কোচে সিসিটিভি বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১৯৯টি কোচে রয়েছে সিসিটিভি। চলতি অর্থবর্ষে আরও ৫৮৯টি কোচে সিসিটিভি বসানোর লক্ষ্য রাখা হয়েছে।

একই সঙ্গে ৪৮০টি কোচে টকব্যাক সিস্টেম ইনস্টলেশনের কাজও চলছে। সাদার্ন রেলওয়ের চেন্নাই ডিভিশনে ২০২৪ সালের জুন মাসের মধ্যে ১২৮টি স্টেশনকে সিসিটিভি-র আওতায় আনার কাজও চলছে জোরকদমে। কিন্তু বাস্তবে তার পরেও নজরদারির আওতার বাইরে থাকছে বহু স্টেশন, গুরুত্বপূর্ণ ট্রেনগুলি। যা মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’র প্রচারের ফানুস অনেকটাই ফুটো করে দিচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement