Advertisement
Advertisement

Breaking News

Medicines

জালিয়াতি ঠেকাতে নয়া নিয়ম কেন্দ্রের, ওষুধেও এবার QR কোড আবশ্যিক

নিয়ম মেনে বাজারে আসবে কিউআর কোড যুক্ত ওষুধের নতুন প্যাকেট।

QR Code must on the packets of medicines to curb fraud, new rule by centre | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 5, 2022 9:33 am
  • Updated:December 5, 2022 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ওষুধেরও আধার কার্ড! তবে আক্ষরিক অর্থে নয়। নিতান্ত রূপক হিসাবে। বলা ভাল, বার কোড বা ‘কিউ আর কোড’ (QR Code) রূপে। দেশে বিক্রি হওয়া প্রতিটি ওষুধে বার কোড থাকা এবার থেকে বাধ‌্যতামূলক করা হচ্ছে। আগামী বছরের ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। গোটা পদক্ষেপকে বলা হচ্ছে ‘ওষুধের আধার কার্ড’ (আধার কার্ড অফ মেডিসিনস)। কেন্দ্রীয় স্বাস্থ‌্য ও পরিবার-কল‌্যাণ মন্ত্রকের (MoHF) তরফে প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

সম্প্রতি ‘ড্রাগস অ‌্যান্ড কসমেটিক রুলস, ১৯৪৫’ আইনের সংশোধন করা হয় এবং ১৭ নভেম্বর কেন্দ্রের তরফে সংশোধিত ‘ড্রাগস রুলস ২০২২’ আইনের ঘোষণা হয়। কেন্দ্রের বিবৃতি অনুসারে, “এইচ টু সূচি মেনে এবার থেকে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে তাদের প্রাথমিক প‌্যাকেজিং তথা মোড়কে বার কোড বা কিউ আর কোড (কুইক রেসপন্স কোড) ছাপতে হবে। যদি সেখানে জায়গা কম থাকে, তাহলে সেকেন্ডারি প‌্যাকেজিং লেবেলে এই সংক্রান্ত তথ‌্য রাখতে হবে।” অর্থাৎ ওষুধের স্ট্রিপ হোক বা শিশি অথবা প‌্যাকেট কিংবা মোড়কের গায়ে বার কোড থাকা আবশ্যিক।

Advertisement

[আরও পড়ুন: গুজরাটে ভোটের আবহে মায়ের সঙ্গে ‘চায়ে পে আড্ডা’ মোদির, ভিডিও ভাইরাল]

কিউ আর কোডে কী কী তথ‌্য রাখা আবশ্যিক? কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, এই তালিকায় রয়েছে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন কোড, ওষুধের ‘প্রপার’ ও জেনেরিক নেম, ব্র‌্যান্ড নেম, প্রস্তুতকারকের নাম-ঠিকানা, ব‌্যাচ নম্বর, ম‌্যানুফ‌্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, ম‌্যানুফ‌্যাকচারিং লাইসেন্স নম্বর প্রভৃতি। কেন্দ্রের দাবি, জাল এবং নিম্নমানের ওষুধের ব‌্যবসায় রাশ টানতে এবং ওষুধের (Medicines) উৎপাদন ও বণ্টনের মধ্যে সংযোগশীলতা আরও বাড়াতেই তাদের এই পদক্ষেপ। এই উদ্যোগ কার্যকর হলে ওষুধের সরবরাহ যেমন বাড়বে, তেমনই ওষুধ জাল করা এবং নিম্নমানের ওষুধ বিক্রির প্রবণতাও কমানো যাবে অনেকাংশে।

[আরও পড়ুন: আর জি কর হাসপাতালে রোগীর ‘আত্মহত্যা’, শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

তাৎপর্যপূর্ণভাবে, ওষুধে বার কোড আবশ্যিক করার পক্ষে প্রচার আরও জোরদার করার লক্ষ্যে দেশের বিভিন্ন ওষুধের দোকানে এই সংক্রান্ত প্রচারও চালানো হবে বলে দাবি একাধিক সংবাদমাধ‌্যমের। জানা গিয়েছে, অ‌্যালেগ্রা, ডোলো, অগমেন্টিন, স‌্যারিডন, ক‌্যালপল এবং থাইরোনর্মের মতো কিছু কিছু ওষুধ এই নয়া বিধি মেনে শীঘ্রই বার কোড-সহ বাজারে তাদের নতুন প‌্যাকেট আনতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement