সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি। এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার! চলতি ২০২৪-‘২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের আর্থিক বৃদ্ধির নেমে এসেছে ৬.৭ শতাংশে। গত ১৫ মাসের মধ্যে বা পাঁচটি ত্রৈমাসিকে এই হার সর্বনিম্ন। গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ।
প্রসঙ্গত, গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। লোকসভা নির্বাচনের আগে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় বৃদ্ধির পালেও হাওয়া লাগে। কিন্তু তা এই ত্রৈমাসিকে মুখ থুবড়ে পড়েছে। সাম্প্রতিক অতীতে এত কম প্রবৃদ্ধির হার দেখেনি ভারত।
কেন কমছে জিডিপি বৃদ্ধির হার? রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বললেন, “দুটো বিষয় আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়ার নেপথ্যে কাজ করছে। এক সরকারের খরচ কমানো। সেটা সম্ভবত নির্বাচনী আচরণবিধির জন্য। আমি যখন সরকারের কথা বলছি, সেটা রাজ্য ও কেন্দ্র দুই সরকারের কথাই বলছি। আরেকটা বিষয় হল, কৃষিক্ষেত্রে উৎপাদন কমা। সেটাও ধাক্কা দিয়েছে।”
প্রসঙ্গত, ২৯ এপ্রিল থেকে ১ জুন বিভিন্ন দফায় দেশের লোকসভা নির্বাচন আয়োজিত হয়। ওই সময় আদর্শ আচরণ বিধি কার্যকর থাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ বন্ধ ছিল। ফলে কেন্দ্র ও রাজ্যগুলির সরকারি ব্যায়ও কম ছিল। সে কারণেই বৃদ্ধির হার কমেছে বলে একটি অংশ থেকে দাবি করা হচ্ছে। কৃষিক্ষেত্রে উৎপাদন কমলেও, শিল্প-কারখানায় উৎপাদন বেড়েছে। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার কমে গেলেও এ বছর শেষে এই হার ৭ শতাংশে থাকবে বলেই মত দিয়েছেন দেশের অর্থনীতিবিদেরা। আর তা হলে টানা ৪ বছর ৭ শতাংশ বা এর বেশি বৃদ্ধির হার থাকবে ভারতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.