Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘ডিএনএ পরীক্ষা করা হোক রাহুলের’, কেরলে বাম সমর্থিত প্রার্থীর মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে

পালটা জবাব দিয়েছে কংগ্রেসও।

PV Anwar calls Rahul Gandhi a 'low-level citizen'

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:April 23, 2024 8:50 pm
  • Updated:April 23, 2024 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ডিএনএ পরীক্ষার দাবি জানালেন কেরলের বাম সমর্থিত নির্দল প্রার্থী। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ‘নিম্নস্তরের নাগরিক’ বলেও তোপ দাগলেন তিনি। পি ভি আনোয়ার নামের ওই বিধায়কের দাবি ঘিরে শোরগোল।

মঙ্গলবার কেরলের পলক্করে এক জনসভা থেকে তিনি বলেন, ”আমি ওয়ানড়ের অংশ। এটা রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র। আমিও ওঁকে ওঁর পদবি ধরে ডাকি না। উনি এতই নিম্নস্তরের নাগরিক যে ওঁর যোগ্যতাই নেই গান্ধী পদবি ধারণ করার। আমি বলছি না। ভারতের নাগরিকরা গত দুদিন ধরে এমনটাই বলছেন।”

Advertisement

আসলে সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে খোঁচা মেরে রাহুল প্রশ্ন তুলেছিলেন কেন তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্ত করছে না। এই কটাক্ষের জবাবেই এদিন আনোয়ারের এমন আক্রমণ। তিনি এই প্রসঙ্গ তুলে এদিন বলেন, ”নেহরু পরিবারের (Nehru family) কেউ কি এমন বলতে পারেন? আমার এই নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। আমার মতে, রাহুল গান্ধীর ডিএনএ পরীক্ষা করা হোক। নিজেকে জওহরলাল নেহরুর নাতি বলার কোনও যোগ্যতাই নেই রাহুলের। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, আমাদের ভেবে দেখতে হবে রাহুল মোদিরই এজেন্ট কিনা।”

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

কংগ্রেস আনোয়ারের এমন মন্তব্যের জবাব দিয়েছে। কেরলে কংগ্রেসের কার্যকরী সভাপতি এম এম হাসান জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। পুলিশেও অভিযোগ দায়ের করার দাবি তুলেছেন তিনি। তাঁর কথায়, ”পি ভি আনোয়ার গডসের নয়া অবতার। আনোয়ারের কথাগুলো গডসের বুলেটের চেয়েও বিপজ্জনক, যেটা গান্ধীজিকে খুন করেছিল। মানুষের প্রতিনিধি হয়ে এমন মন্তব্য কখনওই প্রত্যাশিত নয়।”

[আরও পড়ুন: আমিরশাহীতে ফ্ল্যাট, ব্যাঙ্কে কোটি কোটি টাকা! একাদশ শ্রেণি পাশ ইউসুফের সম্পত্তি কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement