Advertisement
Advertisement

Breaking News

Uttarakhand CM

চার মাসে ৩ বার কুরসি বদল, উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা বিজেপির

শুক্রবার রাতে পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত।

Pushkar Singh Dhami Picked as NewChief Minister of Uttarakhand | Sangbad Pratidin

পুষ্কর সিং ধামি

Published by: Biswadip Dey
  • Posted:July 3, 2021 4:18 pm
  • Updated:July 3, 2021 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল পুষ্কর সিং ধামিকে (Pushkar Singh Dhami)। শনিবার রাজ্য বিজেপির (BJP) বৈঠকে তরুণ নেতা ধামিকেই মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। শুক্রবার রাতে পদত্যাগ করেছিলেন তীরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। এরপরই শনিবারের বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হল।

শুক্রবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে পদত্যাগপত্র জমা দেন তিরথ সিং। গত তিনদিন ধরেই তিনি দিল্লিতে ছিলেন। বৈঠক করছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে। তারপরই নিজেকে সরিয়ে নেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। প্রসঙ্গত, চার মাস আগেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁর পদত্যাগের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল, কে বসবেন রাজ্যের মসনদে। পুষ্কর সিং ধামি ছাড়া উঠে এসেছিল আরও কয়েকজনের নাম। শেষ পর্যন্ত পুষ্করকেই বেছে নিলেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

[আরও পড়ুন: বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৮ লক্ষ টাকারও বেশি! বিতর্কের কেন্দ্রে নভজ্যোৎ সিং সিধু]

আগে থেকেই জানা ছি‌ল, শনিবার দেরাদুনে দলের সদর দপ্তরে এই নিয়ে বৈঠক হবে। সেইমতো ৫৭ জন বিধায়ক এদিন উপস্থিত হন। তাঁরা ছাড়াও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমারও উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন রাজ্য সভাপতি দুষ্মন্ত কুমার গৌতম। সব মিলিয়ে প্রায় ৬ জনের নাম উঠে আসে আলোচনায়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ঘনিষ্ঠ দু’বারের বিধায়ক ৪৫ বছরের পুষ্করকেই নির্বাচিত করা হয়।

গত ১০ মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিরথ সিং রাওয়াত। আগের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে সরিয়ে দেয় BJP। যদিও তিরথ নিজেও মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার পর একাধিক বিতর্কে জড়িয়েছেন। তাঁর একের পর এক বেফাঁস মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। তবে তাঁর কুরসি হারানোর সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল‌ অন্য কারণে। আসলে তিরথ সিং রাওয়াত উত্তরাখণ্ডের আইনসভার সদস্য নন। নিয়ম অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে রাওয়াতকে। সেক্ষেত্রে আগামী ৫ আগস্টের মধ্যে উপনির্বাচনের জন্য বিবৃতি জারি করতে হবে নির্বাচন কমিশনকে।

[আরও পড়ুন: দিনের পর দিন হেনস্তা, যোগীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন গ্যাংস্টার বিকাশ দুবের স্ত্রীর]

এই মুহূর্তে উত্তরাখণ্ডের দুটি বিধানসভা কেন্দ্র ফাঁকা রয়েছে। কিন্তু দুটির কোনওটি থেকেই জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিজেপি। আবার রাওয়াতের নিজের পছন্দের আসন পোড়ি গাড়ওয়াল আসনেও উপনির্বাচন চাইছিল না বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাছাড়া আগামী বছর উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনও রাওয়াতের নেতৃত্বে লড়তে চাইছি‌ল না বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement