Advertisement
Advertisement
Punjab

এলোপাথাড়ি তলোয়ারের কোপ! রাস্তায় লুটিয়ে পড়লেন রক্তাক্ত শিব সেনা নেতা

নিহাং গোষ্ঠীর তরফে এই হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Punjab Shiv Sena leader Sandeep Thapar attacked with swords by Nihangs
Published by: Amit Kumar Das
  • Posted:July 5, 2024 5:15 pm
  • Updated:July 5, 2024 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের বাইরে প্রাণঘাতী হামলার শিকার পাঞ্জাবের শিব সেনা নেতা সন্দীপ থাপর। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি তলোয়ারের কোপ চালাল এক দুষ্কৃতী। ভয়াবহ সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গুরুতর আহত অবস্থায় সন্দীপকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পাঞ্জাবের নিহাং শিখ সংগঠনের তরফে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে ‘সমবেদনা ট্রাস্ট’ নামে এক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে লুধিয়ানার এক সরকারি হাসপাতালে এসেছিলেন ওই শিব সেনা নেতা। সেখানে অনুষ্ঠান সেরে ফেরার সময় হাসপাতালের সামনেই দুই অজ্ঞাতপরিচয় যুবক বাইকে চেপে তাঁর সামনে উপস্থিত হয়। কেউ কিছু বুঝে ওঠার এলোপাথাড়ি চলতে থাকে তলোয়ারের কোপ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুটারে চেপে নীল পোশাক পরে দুই নিহাং সদস্য সেখানে হাজির হয়। এর পর চলতে থাকে হামলা। এক যুবক তলোয়ার নিয়ে কোপ বসাতে থাকে ওই নেতার শরীরে। হাত দিয়ে কোনওভাবে সেই কোপ আটকানোর চেষ্টা করেন সন্দীপ। রক্তে ভেসে যায় তাঁর শরীর।

Advertisement

[আরও পড়ুন: হিংসা বিধ্বস্ত মণিপুরে এবার বন্যার প্রকোপ, ঘরছাড়া অন্তত ২০ হাজার]

প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা দেখে কার্যত ভিড় জমে যায়। বহু মানুষ মোবাইল ক্যামেরায় ভিডিও করতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্কুটারে চেপে এলাকা ছাড়ে অভিযুক্তরা। এর পর তড়িঘড়ি ওই শিব সেনা নেতাকে ভর্তি করা হয় ওই হাসপাতালেই। তবে সন্দীপের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে ডিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়। পাশাপাশি জানা যাচ্ছে, ওই শিব সেনা নেতার সঙ্গে এক জন বন্দুকধারী নিরাপত্তারক্ষী থাকেন। তবে ওই দুই হামলাকারী প্রথমে নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নেয়, এর পর তলোয়ার নিয়ে চলতে থাকে এলোপাথাড়ি কোপ।

জানা যাচ্ছে, পাঞ্জাবে খালিস্তান বিরোধী নেতা হিসেবে পরিচিত শিব সেনা নেতা সন্দীপ। প্রায়শই খালিস্তানের বিরুদ্ধে মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। কৃষক আন্দোলনের বিরুদ্ধে তাঁর বয়ান একাধিকবার বিতর্কের জন্ম দেয়। থাপর সমর্থকদের দাবি, নিজের মন্তব্যের জন্য একাধিকবার খুনের হুমকি পেয়েছেন ওই নেতা। অবশেষে তাঁর উপর চলল হামলা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement