সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টা। তার মধ্যেই অর্জুন পুরস্কারজয়ী (Arjuna Awardee) পুলিশকর্মীর মৃত্যুর কিনারা করে ফেলল পাঞ্জাব (Punjab) পুলিশ। প্রাথমিকভাবে মনে হয়েছিল, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অর্জুন ভারোত্তোলকের। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে উঠে আসে খুনের তত্ত্ব। তার পরে মাত্র দুদিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, সোমবার রাস্তার মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় অর্জুন পুরস্কারজয়ী দলবীর সিংয়ের মৃতদেহ।
জলন্ধরে পথের মধ্যে দলবীরের মৃতদেহ দেখতে পেয়ে তদন্ত শুরু করেন তাঁর সহকর্মীরা। প্রাথমিকভাবে মনে হয়েছিল, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অর্জুন পুরস্কারপ্রাপকের। কিন্তু সন্দেহ দানা বাঁধে পোস্ট মর্টেম রিপোর্টে। দেখা যায়, গলার কাছে একটি বুলেট আটকে রয়েছে। তার পরেই প্রশ্ন ওঠে, তাহলে কি খুন হয়েছেন অর্জুনজয়ী পুলিশকর্মী? দলবীরের সার্ভিস রিভলবারও মেলেনি ঘটনাস্থলে, তাতেই আরও বাড়ে সন্দেহ।
জোর কদমে তদন্ত শুরু করে পাঞ্জাব পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, অটো ধরে কোথাও যাচ্ছিলেন দলবীর। সেই অটোর নম্বর দেখে সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। নজর রাখা হয় ওই এলাকার সমস্ত মোবাইলের কার্যকলাপের দিকেও। টানা ৪৮ ঘণ্টা ধরে লাগাতার নজরদারির পরে পুলিশের জালে ধরা পড়ে খুনি।
জানা গিয়েছে, আততায়ীর নাম বিজয় কুমার। মৃত্যুর দিন তাঁর অটোতেই উঠেছিলেন দলবীর। কিন্তু মাঝপথে দলবীরকে গন্তব্যে পৌঁছে দেওয়া নিয়ে তুমুল ঝগড়া বাঁধে তাঁর। তার পরেই পুলিশকর্মীর থেকে সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে তাঁর মাথায় গুলি চালান বিজয়। খুন করে ঘটনাস্থল থেকে পালিয়েও যান তিনি। পরে পুলিশি জেরায় অপরাধ স্বীকার করেছেন বিজয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.