ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানের মদতপুষ্ট অস্ত্র ও মাদক পাচার চক্রের পর্দাফাঁস করলেন পাঞ্জাব পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে বিএসএফ (BSF) -এর একজন কনস্টেবল এবং দুজন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তান (Pakistan) সীমান্তের কাছে অবস্থিত তরণ তারণ জেলার জলন্ধর গ্রামীণ পুলিশের এলাকায়।
Punjab Police has busted another Pakistan backed cross border drugs and weapons smuggling racket, with the arrest of two smugglers and yet another BSF constable, posted along the Pakistan border in Tarn Taran district: Information and Public Relations Department, Punjab
— ANI (@ANI) August 2, 2020
পাঞ্জাব পুলিশের তথ্য ও জনসংযোগ দপ্তর সূত্রে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তরণ তারণ জেলার পাকিস্তান সীমান্ত এলাকায় থাকা একটি বিএসএফ পোস্টের কাছে অভিযান চালায় জলন্ধর গ্রামীণ পুলিশের একটি দল। এরপরই ঘটনাস্থল থেকে হাতেনাতে বিএসএফের এক কনস্টেবল ও দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
ওই জায়গা থেকে চিনের তৈরি .৩০ বোরের একটি পিস্তল, পাঁচটি তাজা কার্তুজ ও সাড়ে ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা হল বিএসএফের কনস্টেবল রাজেন্দ্র প্রসাদ ও দুই পাচারকারী সুরমেল সিং এবং গুর্জন্ত সিং। ধৃতদের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে জেরা করে তা জানার চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.