Advertisement
Advertisement

Breaking News

অভিনব উদ্যোগ, পাঞ্জাবে এবার থেকে কন্যাদের শিক্ষা বিনামূল্যেই

জানেন দেশের কোথায় হল এমন ঘোষণা?

Punjab govt announces free education to girls till PhD
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2017 9:20 am
  • Updated:October 9, 2019 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি নাকি রাজনীতিবিদদের কাছে সেই অস্ত্র, যা ভোটের আগে প্রয়োগ করা হয়। কিন্তু ভোটের পালা শেষ হতেই কোনও অজানা কারণে ‘ভ্যানিশ’ হয়ে যায়। এই ধারণাকেই সম্প্রতি পালটে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন তিনি। ঘোষণা করলেন, নার্সারি থেকে পিএইচডি পর্যন্ত রাজ্যের সমস্ত কন্যাসন্তানদের শিক্ষা দেওয়া হবে বিনামূল্যে।

[বয়স ৯৮, যোগের কেরামতিতে এখনও তাক লাগাচ্ছেন ইনি]

Advertisement

সোমবার পাঞ্জাব বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান ক্যাপ্টেন অমরিন্দর। বিভিন্ন সরকারি স্কুলে রাজ্যের পক্ষ থেকে ফ্রি-তে বই দেওয়ার পরিকল্পনাও রাজ্যের রয়েছে বলে জানান তিনি। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চান নতুন মুখ্যমন্ত্রী। সেই তাগিদে আরও কয়েকটি প্রকল্পের কথা জানান তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য, প্রায় ১৩,০০০ প্রাথমিক স্কুল ও কলেজে বিনামূল্যে ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করার উদ্যোগ।

সাধ্য যতটুকু রয়েছে, তার মধ্যে সমস্ত পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।  শুধু তাই নয়, নামী ইংরাজি স্কুলগুলির সঙ্গে পাল্লা দিতে রাজ্যের কিছু সরকারি স্কুলেও ইংরাজি ভাষায় পাঠদানের কথা ভেবেছে অমরিন্দর সিংয়ের সরকার। এর জন্য জুলাই মাস থেকে প্রত্যেক ব্লকের দু’টি করে স্কুল ইংরাজি মাধ্যম করে দেওয়া হবে। সাময়িক সময়ের জন্য পরীক্ষামূলকভাবেই এটি করা হবে বলে জানা গিয়েছে।

[দশম দিনেও অচল পাহাড়, খাদ্যসংকটেও পিছিয়ে আসতে নারাজ মোর্চা]

কিছুদিন আগেই কৃষকদের ক্ষেত্রে জনদরদী সিদ্ধান্ত নিয়েছিল ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সরকার। বিপুল পরিমাণে কৃষিঋণ মাফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০ লাখেরও বেশি কৃষক এ সিদ্ধান্তে লাভবান হবেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই শিক্ষার ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে অনেকের। স্বাগত জানিয়েছেন বিরোধীরাও।

[কাশ্মীরে জঙ্গি অভিযানে বড়সড় সাফল্য সেনার, নিকেশ ২ হিজবুল সদস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement