সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের পোস্টারে জ্বলজ্বল করছে নির্ভয়াকাণ্ডের ধর্ষকের ছবি৷ সচেতনতা বাড়াতে গিয়ে বিতর্কে জড়াল পাঞ্জাবের নির্বাচন কমিশন৷ এমন বিতর্কিত পোস্টার নেটদুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ সমালোচনায় সরব নেটিজেনরা৷ কীভাবে ধর্ষকের ছবি ওই পোস্টার-ব্যানারে জায়গা করে নিল সেই প্রশ্নই করছেন সকলে৷
স্বেচ্ছায় ভোটদান প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার৷ তাই ভোটাধিকার প্রয়োগ করুন৷ হোশিয়ারপুর জেলার বাসিন্দাদের এই বার্তাই দিতে চেয়েছিল পাঞ্জাব নির্বাচন কমিশন৷ কিন্তু পোস্টার, ব্যানারের ছবির দিকে চোখ যেতেই আঁতকে উঠছেন সকলেই৷ তারকার পাশে জ্বলজ্বল করছে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের দোষী মুকেশ সিংয়ের ছবি৷ যে কোনও ভুল করেনি বলেই সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিল। সে বলেছিল, ‘‘শুধুই বাস চালিয়েছিলাম। আর কিছুই করিনি৷’’ মুকেশকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এবং তাকে সাজাও শোনানো হয়েছিল। দিল্লি হাই কোর্টের নির্দেশে মুকেশ-সহ আরও ৪ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। সর্বোচ্চ আদালতেও পরে মুকেশ রায়ের বিরোধিতা করে আবেদন করে৷ তবে তার আবেদন খাজির করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সেই মুকেশের ছবি কি না নির্বাচন কমিশনের পোস্টার-ব্যানারে! এই বিতর্কিত ছবি নেটদুনিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে৷ ইন্টারনেটের দৌলতে মুহূর্তেই বেড়েছে শেয়ারের পরিমাণ৷ তাই পোস্টার-ব্যানার ভাইরাল হতে সময় লাগেনি বিশেষ৷ ভাইরাল পোস্টার ঘিরেই উঠেছে সমালোচনার ঝড়৷ কীভাবে নির্বাচন কমিশনের তরফে এমন পোস্টার-ব্যানার তৈরি করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা৷ একজন ধর্ষক মোটেও সচেতন নাগরিক নন৷ তাই তার পক্ষে কাউকে ভোটাধিকার প্রয়োগ নিয়ে বার্তা দেওয়ার অধিকার নেই বলেও দাবি করেন কেউ কেউ৷
কিন্তু প্রশ্ন হল, কীভাবে এমন ভুলে ভরা পোস্টার তৈরি করা হল? পাঞ্জাব প্রশাসনের দাবি, এই ছবি ভুল করে ছাপানো হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ জানার জন্য ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.