সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, তাঁর পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। পরে চিকিৎসকরা জানান, পেটে সংক্রমণের কারণেই তাঁর ওই অসুস্থতা।
কিন্তু কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ভগবন্ত? সূত্রের দাবি, গত রবিবারই একটি জলাশয়ের জল পান করেছিলেন তিনি। চিকিৎসকদের ধারণা, ওই জলের কারণেই তাঁর পেটে সংক্রমণ ছড়িয়েছে। যদিও তাঁর অসুস্থতার বিষয়টি স্বীকার করেনি পাঞ্জাব প্রশাসন। বরং তাদের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী নাকি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন।
রাজ্যের সুলতানপুরের লোধি টাউনে গিয়েছিলেন মান। সেখানে কালি বেইন নামের জলাশয়টির ২২তম বার্ষিকী উপলক্ষে ছিল বিশেষ অনুষ্ঠান। পাঞ্জাবে ওই জলাশয়ের জলকে পবিত্র বলে মনে করা হয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে ওই জলাশয়ের জল পান করেছিলেন মান। এরপর আচমকাই শুরু হয় পেটব্যথা।
ਗੁਰੂ ਨਾਨਕ ਸਾਹਿਬ ਦੀ ਚਰਨ ਛੋਹ ਪ੍ਰਾਪਤ ਧਰਤੀ ਸੁਲਤਾਨਪੁਰ ਲੋਧੀ ਵਿਖੇ ਪਵਿੱਤਰ ਵੇਈਂ ਦਾ ਪਾਣੀ ਪੀਂਦੇ ਹੋਏ CM @BhagwantMann ਜੀ
ਪਵਿੱਤਰ ਵੇਈਂ ਨੂੰ ਸਾਫ਼ ਕਰਨ ਦਾ ਬੀੜਾ ਰਾਜ ਸਭਾ ਮੈਂਬਰ ਸੰਤ ਸੀਚੇਵਾਲ ਜੀ ਨੇ ਚੁੱਕਿਆ ਹੋਇਆ ਹੈ pic.twitter.com/4LnU0U66wQ
— AAP Punjab (@AAPPunjab) July 17, 2022
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এরপরই ভগবন্ত মানকে তাঁর চণ্ডীগড়ের বাড়ি থেকে আকাশপথে দ্রুত রাজধানী দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানেই এক বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। আপাতত সেখানেই চিকিৎসাধীন ৪৮ বছরের মুখ্যমন্ত্রী।
গত মার্চে পাঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মান। ফলপ্রকাশের পরই মান ঘোষণা করে দিয়েছিলেন তিনি রাজভবন বা কোনও সরকারি ভবনে শপথ নেবেন না। শপথ নেবেন ভগৎ সিংয়ের জন্মভিটেতে। শপথের পরই নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে তিনি বার্তা দেন, “অহংকারী হবেন না। মাঠে নেমে কাজ করব। আমরা আমাদের রাজ্যের উন্নতির জন্য কাজ করব। আমরা সব সমস্যা মেটাবে।” এরপর এমাসেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভগবন্ত। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সামনে এল তাঁর শারীরিক অসুস্থতার খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.