Advertisement
Advertisement
কারখানায় আগুন

বাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আটকে বহু।

Punjab: At least 17 dead in explosion at firecracker factory in
Published by: Sulaya Singha
  • Posted:September 4, 2019 5:51 pm
  • Updated:September 4, 2019 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের পর এবার পাঞ্জাব। বাজি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারখানার ভিতর এখনও কমপক্ষে ৫০ জন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

বুধবার বেলার দিকে পাঞ্জাবের গুরদাসপুরের বাটালায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ভয়ংকর আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে চলছে আগুন নেভানোর কাজ। ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের তরফে জানানো হয়েছে, যখন আগুন লাগে, তখন কারখানার ভিতরেই কাজ করছিলেন বহু শ্রমিক। আগুন লাগার পর অনেকে বেরিয়ে আসতে পারলেও এখনও পর্যন্ত অন্তত পঞ্চাশজন শ্রমিক সেখানেই আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কড়া নয়াদিল্লি, হাফিজ-দাউদদের ‘জঙ্গি’ তকমা কেন্দ্রের]

মঙ্গলবারই মুম্বইয়ের ওএনজিসি প্রকল্পের হিম ঘরে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছিল কমপক্ষে সাতজনের। তার কয়েক দিন আগেই ভস্মিভূত হয়ে যায় মহারাষ্ট্রের ধুলের একটি রাসায়নিক কারখানা। যে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন। বারবার আগুন লাগার ঘটনায় কারখানাগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও চিন্তায় ফেলছে।

[আরও পড়ুন: ভাত ছেড়েছিলেন উদ্বাস্তুদের জন্য, আজও চা-বিস্কুট খেয়ে দিন কাটান শতায়ু অরুণাদেবী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement