Advertisement
Advertisement

গোমাংস খাওয়ার অপরাধেই ধর্ষণ!

ধর্ষণের দুই সপ্তাহ পর অভিযোগ নির্যাতিতার৷

Punished for eating beef, claimed gang raped in Haryana
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2016 4:28 pm
  • Updated:May 30, 2023 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-মাংস খাওয়ার অপরাধেই তাঁদের ধর্ষণ করা হয়েছে৷ ধর্ষণের দুই সপ্তাহ পর এই অভিযোগ করলেন হরিয়ানার মেওয়াটের গণধর্ষণ-কাণ্ডের অন্যতম অভিযোগকারিনী৷ এদিন দিল্লিতে মানবাধিকার কর্মী শবনম হাসমির উপস্থিতিতে পুলিশের সামনে নির্যাতিতা বলেন, ধর্ষণের আগে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে গো-মাংস তাঁরা খান কি না৷ দুই নির্যাতিতা না বলা সত্বেও নিস্তার পাননি বলে জানিয়েছেন৷

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, গৌ-রক্ষক কমিটির সদস্যদের এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ নেই৷ আগস্ট মাসের ২৪ তারিখ মেওয়াটের গ্রামের বাড়িতে ২০ বছরের এক যুবতী ও তাঁর ১৪ বছরের খুড়তুতো বোনকে গণধর্ষণ করা হয়৷ যুবতীর কাকা-কাকিমাকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা৷ মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের৷

Advertisement

ধর্ষণ ও খুনের অভিযোগে স্থানীয় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তরা প্রত্যেকই মদ্যপ ছিল বলে অভিযোগ৷ এলাকায় অসামাজিক কাজকর্ম করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement