Advertisement
Advertisement
Sameer Wangkhede

‘দেশকে ভালবাসি, তার শাস্তি পাচ্ছি’, CBI তল্লাশিতে ক্ষুব্ধ প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ে

দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

'Punished for being patriot', says Aryan Khan case officer Sameer Wankhede on CBI raid | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 13, 2023 9:33 pm
  • Updated:May 13, 2023 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছর আগে মুম্বইয়ের ক্রুজে বেআইনি রেভ পার্টি থেকে উদ্ধার করেছিলেন বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার করেছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ানকে। এনসিবির (NCB) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের এহেন ‘সাহসী’ কাজ নিয়ে হইচই কম হয়নি। এরপর সমীর ওয়াংখেড়েকে বিস্তর ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। শুক্রবার তাঁর মুম্বইয়ের বাড়িতে টানা ১৩ ঘণ্টা অভিযান চালিয়েছে সিবিআই (CBI)। দুর্নীতি মামলায় তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে। আর এসব নিয়ে প্রাক্তন এনসিবি অধিকর্তার হতাশ প্রতিক্রিয়া, ”আমি দেশপ্রেমিক, দেশকে ভালবেসে কাজ করেছি। তার শাস্তি পাচ্ছি এখন।”

শুক্রবারে ওয়াংখেড়ের বান্দ্রার বাড়িতে আচমকা হানা দেয় সিবিআইয়ের একটি টিম। প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে তল্লাশি। প্রাক্তন এনসিবি অধিকর্তা জানান, সিবিআই তাঁর বাড়ি থেকে ১৮ হাজার টাকা এবং সম্পত্তি সংক্রান্ত চারটি দলিল উদ্ধার করে। এর বেশি কিছু পাওয়া যায়নি। এছাড়া আন্ধেরিতে ওয়াংখেড়ের বাবার বাড়িতেও ৬ জন অফিসার তল্লাশি চালান। কিন্তু কিছুই পাওয়া যায়নি। আরও একটি দল তাঁর শ্বশুরবাড়িতেও যায়। সেখানেও সিবিআইকে শূন্য হাতে ফিরতে হয়েছে। এরপরও অবশ্য সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতি মামলায় দায়ের হয়েছে এফআইআর (FIR)।

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিরোধের জের! স্বামীকে খুন করে মাটিতে ‘পুঁতলেন’ স্ত্রী, সঙ্গী ছেলে-মেয়েরা]

শুধু সিবিআইয়ের চাপই নয়। এর আগেও এনসিবির প্রাক্তন অধিকর্তাকে অন্যান্য নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। এসব নিয়ে বীতশ্রদ্ধ সমীর ওয়াংখেড়ে। তাঁর প্রতিক্রিয়া, একজন প্রকৃত দেশপ্রেমিক হওয়ার শাস্তি পেতে হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের (Mumbai) বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবি হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই আটক করা হয় শাহরুখখানের ছেলে আরিয়ান খানকে (Aryan Khan)। পরের দিন আরিয়ান গ্রেপ্তার হয়। ওয়াংখেড়ের নেতৃত্বেই আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান। মূলত, আরিয়ান মাদককাণ্ডের পর থেকেই খবরে আসেন সমীর ওয়াংখেড়ে।

[আরও পড়ুন: ৩৬ হাজার চাকরিহারার তালিকায় রাজ্যের মন্ত্রীকন্যা, শোরগোল মালবাজারে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement