Advertisement
Advertisement
Rape

এমনও হয়! টানা ৫ বছর ধরে দাদু-বাবা-দাদা মিলে নাবালিকাকে যৌন নির্যাতন

এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Pune Teenager raped by father, brother, grandfather, uncle over 5 Years
Published by: Paramita Paul
  • Posted:March 19, 2022 4:43 pm
  • Updated:March 19, 2022 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষকই ভক্ষক! একজন বাবা যে কোনও মেয়ের কাছে সবচেয়ে বড় ভরসাস্থল। মেয়েটির ছেলেবেলা কাটে দাদুর আদরে আদরে। কিন্তু তারাই যখন ভক্ষক হয়ে ওঠে? কেড়ে নেয় কিশোরীর ছেলেবেলা, তখন? এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পুণেতে। অভিযোগ, গত ৫ বছর ধরে ১১ বছরের কিশোরীকে যৌন হেনস্তা করেছে তারই দাদু, বাবা, তুতো কাকা এবং দাদাও। এই ঘটনায় দায়ের হয়েছে অভিযোগ। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নাবালিকাদের ‘গুড টাচ, ব্যাড টাচ’ সম্পর্কে শেখাচ্ছে স্কুলগুলি। যাতে অল্প বয়সে যৌন হেনস্তার মতো ঘটনা এড়াতে পারে তারা। সম্প্রতি পুণের স্কুলেও এরকমই ক্লাস চলছিল। সেই ক্লাসেই নিজের উপর হওয়া অত্যাচারে করুণ কাহিনী তুলে ধরে ওই কিশোরী। ক্লাসের শিক্ষিকাকে সে জানিয়েছে, গত কয়েক বছর ধরে দাদু আর তার কাকা যৌন নির্যাতন করেছে। ২০১৭ সাল থেকে সেই তালিকায় যোগ হয় বাবাও। সেই সময় তারা বিহারে থাকত। এর পর ২০২০ সালের নভেম্বর মাস থেকে দাদাও তাকে ধর্ষণ করতে শুরু করে। কিন্তু কারোর কাছে এই ঘটনার কথা জানাতে পারেনি সে।

Advertisement

[আরও পড়ুন: ‘৪৭ বছর বয়সেও অন্তঃসত্ত্বা?’, পোশাক নিয়ে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার কাজল]

স্কুলের তরফে পুণের পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এ প্রসঙ্গে পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী সতপুতে জানান, “কিশোরীর পরিবার বিহারের বাসিন্দা। বর্তমানে তারা পুণেতে থাকেন। স্কুলে গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে ক্লাস চলাকালীন নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছে। গত ৫ বছর ধরে তার উপর কীভাবে নির্যাতন চলেছে, পুঙ্খানুপুঙ্খ অভিজ্ঞতার কথা জানিয়েছে সে।” তিনি আরও জানিয়েছেন, অভিযুক্তরা আলাদা আলাদাভাবে এই কুকীর্তি ঘটিয়েছে। সম্ভবত কেউ কারোর কাণ্ড জানত না। তাই এটা গণধর্ষণের ঘটনা নয়।

জানা গিয়েছে,ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় কিশোরীর দাদা এবং ৪৫ বছর বয়সি বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় কিশোরীর ৬০ বছরের দাদু এবং ২৫ বছর বয়সি দাদার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

[আরও পড়ুন: মিতালি-ঝুলনদের রেকর্ডের দিনেও অজিদের বিরুদ্ধে হার, মহিলা বিশ্বকাপে চাপে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement