সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা ব্যারাকের ফুটপাত থেকে উদ্ধার হল প্রাক্তন ক্যাপ্টেনের দেহ। মৃতের নাম রবীন্দ্র বালি (৬৭)। অভিযোগ দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বেধড়ক মারধরে মৃ্ত্যু হয়েছে তাঁর। ঘটনাটি পুণের সেনা ক্যান্টনমেন্ট লাগোয়া এলাকার।
ঘটনাস্থল লাগোয়া এলাকায় রয়েছে সেনানিবাস ও সেনাকর্তাদের বাংলো। সেই বাংলোর এক প্রহরীই মারধরের ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি দেখেন, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রাক্তন সেনাকর্তার সঙ্গে বচসা জুড়েছে। অল্প সময়ের মধ্যে বচসা হাতাহাতিতে বদলে যায়। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বুঝতে পেরে পুলিশকে জানান তিনি। খবর পেয়ে পুলিশ আসায় ওই দুজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর কখন ফের দুষ্কৃতীরা এল ও বৃদ্ধকে মারধর করল, তার কিছুই জানতেন না ওই প্রহরী। বৃহস্পতিবার বেশী রাতের দিকে হতশ্রী অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় বালিকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কোনওরকম যোগাযোগে ছিলেন না ক্যাপ্টেন বালি। এখানে বাড়ি থেকে দূরে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। পুণের সেনা ক্যান্টনমেন্ট লাগোয়া ফুটপাথেই থাকতেন তিনি। একটা তাঁবুও ছিল তাঁর। সারাদিন পথে পথে ঘুরলেও রাতে ওই তাঁবুতেই রাত কাটত। ক্যান্টনমেন্ট এলাকায় থাকলেও অনেকেই তাঁর পরিচয় জানতেন না। দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে স্থানীয় লাস্কর থানার পুলিশ। তখনই জানা যায় মৃতের প্রকৃত পরিচয়। ময়নাতদন্তের পর দেহ নিতে চায়নি বালির পরিবার। সোমবার পুণের সাসুন হাসপাতালে তাঁর অন্ত্যেষ্টির আয়োজন করা হবে।
এখনও পর্যন্ত অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে দুজনের বিরুদ্ধেই খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করতে তল্লাশি শুরু হয়েছে। নিঃসঙ্গ জীবনযাপন করতেন বালি। ফুটপাতে থাকতেন। তাঁর সঙ্গে ওই দুজনের কি নিয়ে ঝামেলা লাগল এখনও স্পষ্ট নয়। কেনই তিনি খুন হলেন তাও অজানা। খুনের কিনারা করতে তদন্তে নেমেছে লাস্কর থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.