সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত একটি কাপড়ের কারখানা। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন।
এদিন ভোরে হঠাৎই পুণের উরুলি দেবচি গ্রামের একটি কাপড়ের কারখানায় আগুন লেগে যায়। কাপড়ের শো-রুম হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং চারটি ট্যাঙ্কার। দীর্ঘ দুঘণ্টার চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে অনেকখানিই ক্ষতি হয়ে গিয়েছে। রাজযোগ শাড়ি ডিপোর ভিতরই প্রতিদিন কর্মীরা ঘুমান। এদিনও সেখানেই ছিলেন তাঁরা। আগুন লাগার ঘটনা টের পেতেই ঘুম ভেঙে যায় তাঁদের। কিন্তু বেরনোর পথ খুঁজে পাননি তাঁরা। তীব্র শ্বাসকষ্ট এবং আগুনের লেলিহান শিখাতেই আক্রান্ত হন পাঁচ কর্মী। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত
বলে ঘোষণা করা হয়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
ঠিক কীভাবে কারখানায় আগুন লাগল, সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানাতে পারেননি দমকলের আধিকারিকরা। তবে প্রাথমিকভাবে তাঁদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ওই কারখানায় অগ্নিনির্বাপনের ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভোরবেলার এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়ায়। শোকস্তব্ধ মৃতদের পরিবার।
Pune: Five labourers have died in the fire that broke out in a cloth godown in Uruli Devachi village in the early hours today. https://t.co/7HO2k6nEZ5
— ANI (@ANI) May 9, 2019
Pune: Fire broke out in a cloth godown in Uruli Devachi village in the early hours today. 4 fire tenders were rushed to the spot, fire under control now. Injured rushed to hospital. More details awaited. #Maharashtra pic.twitter.com/ntb8bTwr1Q
— ANI (@ANI) May 9, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.