Advertisement
Advertisement

Breaking News

Puja Khedkar

বন্দুক উঁচিয়ে কৃষকদের হুমকির অভিযোগ, আটক ট্রেনি IAS পূজার মা মনোরমা

পূজার বাবা দিলীপ খেদকারকেও দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে বার দুই তাঁকে সাসপেন্ড করেছে মহারাষ্ট্র সরকার।

Puja Khedkar's mother detained, seen threatening farmers with pistol

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:July 18, 2024 10:36 am
  • Updated:July 18, 2024 10:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএসসি (UPSC) পরীক্ষায় মেয়ের নির্বাচন নিয়ে বিতর্কের মধ্যেই আটক ট্রেনি আইএএস পূজা খেদকারের মা মনোরমা খেদকার। বন্দুক উঁচিয়ে এক কৃষককে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মহারাষ্ট্রের মহদ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুণে গ্রামীণ পুলিশ।

কন্যার কীর্তি নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময়ে প্রকাশ্যে এসেছে পূজার (Puja Khedkar) মায়ের বিতর্কিত ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বন্দুক উঁচিয়ে মহারাষ্ট্রের এক কৃষককে হুমকি দিচ্ছেন মনোরমা খেদকার। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফাঁকা জমিতে জেসিবি দাঁড় করানো। সেখানে দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এক কৃষককে শাসাচ্ছেন মনোরমা। জমি সংক্রান্ত বিষয়ে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছেন। একটা সময় বচসার মাঝে পকেট থেকে একটি বন্দুক বার করে তেড়ে আসতেও দেখা যায়।

Advertisement

[আরও পড়ুন: করোনা আক্রান্ত বাইডেন, রোগকে হাতিয়ার করেই বিঁধলেন ট্রাম্পকে

দাবি করা হচ্ছে, ওই কৃষকের জমি জবরদখল করার চেষ্টা করছিলেন মনোরমা। কৃষক বাধা দেওয়ায় শাসানি দেওয়ার পাশাপাশি বন্দুক নিয়ে ভয় দেখানো হয়। জানা যাচ্ছে, ভিডিয়োটি অনেক পুরনো। কিন্তু মেয়ের কীর্তির মাঝেই মায়ের ভিডিও প্রকাশ্যে আসায় বিতর্ক চরম আকার নিয়েছে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সেটা নিয়ে তদন্ত শুরু করে পুণে পুলিশ। বুধবার তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুণে গ্রামীণ পুলিশের এসপি পঙ্কজ দেশমুখ।

[আরও পড়ুন: ওমানের সমুদ্রে তলিয়ে যাওয়া ৮ ভারতীয়কে উদ্ধার নৌসেনার, প্রতিকূল আবহাওয়ায় জারি তল্লাশি

উল্লেখ্য, পূজার মায়ের মতো তাঁর বাবার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পুজার বাবা দিলীপ খেদকারকে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে বার দুই তাঁকে সাসপেন্ড করেছে মহারাষ্ট্র সরকার। পূজা নিজে এই মুহূর্তে অভিযোগে বিদ্ধ। এবার পুলিশের জালে ধরা পড়লেন তাঁর মাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement