ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএসসি (UPSC) পরীক্ষায় মেয়ের নির্বাচন নিয়ে বিতর্কের মধ্যেই আটক ট্রেনি আইএএস পূজা খেদকারের মা মনোরমা খেদকার। বন্দুক উঁচিয়ে এক কৃষককে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মহারাষ্ট্রের মহদ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুণে গ্রামীণ পুলিশ।
কন্যার কীর্তি নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময়ে প্রকাশ্যে এসেছে পূজার (Puja Khedkar) মায়ের বিতর্কিত ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বন্দুক উঁচিয়ে মহারাষ্ট্রের এক কৃষককে হুমকি দিচ্ছেন মনোরমা খেদকার। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফাঁকা জমিতে জেসিবি দাঁড় করানো। সেখানে দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এক কৃষককে শাসাচ্ছেন মনোরমা। জমি সংক্রান্ত বিষয়ে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছেন। একটা সময় বচসার মাঝে পকেট থেকে একটি বন্দুক বার করে তেড়ে আসতেও দেখা যায়।
দাবি করা হচ্ছে, ওই কৃষকের জমি জবরদখল করার চেষ্টা করছিলেন মনোরমা। কৃষক বাধা দেওয়ায় শাসানি দেওয়ার পাশাপাশি বন্দুক নিয়ে ভয় দেখানো হয়। জানা যাচ্ছে, ভিডিয়োটি অনেক পুরনো। কিন্তু মেয়ের কীর্তির মাঝেই মায়ের ভিডিও প্রকাশ্যে আসায় বিতর্ক চরম আকার নিয়েছে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সেটা নিয়ে তদন্ত শুরু করে পুণে পুলিশ। বুধবার তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুণে গ্রামীণ পুলিশের এসপি পঙ্কজ দেশমুখ।
উল্লেখ্য, পূজার মায়ের মতো তাঁর বাবার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পুজার বাবা দিলীপ খেদকারকে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে বার দুই তাঁকে সাসপেন্ড করেছে মহারাষ্ট্র সরকার। পূজা নিজে এই মুহূর্তে অভিযোগে বিদ্ধ। এবার পুলিশের জালে ধরা পড়লেন তাঁর মাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.