Advertisement
Advertisement

Breaking News

নজর ঘোরাতে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা! কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস

আইন কমিশনকেও আক্রমণ কংগ্রেসের।

Public view on Uniform Civil Code: Law panel’s move to divert attention from Centre’s failures | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 15, 2023 2:06 pm
  • Updated:June 15, 2023 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের ১০ মাস বাকি। একপ্রকার আচমকায় অভিন্ন দেওয়ানি বিধিকে ইস্যু করে ফেলল বিজেপি (BJP)। কেন্দ্রীয় আইন কমিশনের একটি সার্কুলারে বুধবার সাধারণ নাগরিকদের কাছ থেকে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। আর সেটা নিয়েই এবার সরব কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য, মূল ইস্যু থেকে নজর ঘোরাতেই অভিন্ন দেওয়ানি বিধিকে হঠাৎ ইস্যু করে তোলার চেষ্টা করছে কেন্দ্র।

কংগ্রেসের (Congress) বক্তব্য, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে UCC-কে হাতিয়ার করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলছেন, ২০১৮ সালে আইন কমিশন ‘পারিবারিক আইনের সংস্কার’ বিষয়ক পরামর্শপত্রে জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজনীয় বা কাম্য নয়। তাহলে বর্তমান আইন কমিশন নিজেদেরই পূর্বসূরির সেই প্রস্তাব নিয়ে ভিন্ন অবস্থান নিচ্ছে কেন?” জয়রাম রমেশের বক্তব্য, “আইন কমিশনের একটা ঐতিহ্য আছে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যপূরণ আইন কমিশনের উদ্দেশ্য হতে পারে না। এটা আসলে বিজেপির বিচ্ছন্নতাবাদ এবং ধর্মীয় বিভাজনের রাজনীতিকে স্বীকৃতি দেওয়ার আরও একটা অপচেষ্টা মাত্র।”

Advertisement

[আরও পড়ুন: একই বলে দু’বার রিভিউ! অশ্বিনের কাণ্ডে অবাক ক্রিকেটপ্রেমীরা]

অন্যদিকে বিজেপির (BJP) বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট।

[আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানি-যৌন হেনস্তার অভিযোগ, চার্জশিট দিল্লি পুলিশের়]

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ২০১৯ সালেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়টির উল্লেখ ছিল। এর আগে বিজেপি শাসিত রাজ্যগুলি নিজেদের মতো করে এই বিধি কার্যকর করতে উদ্যোগী হয়েছে। এবার কেন্দ্রীয় স্তরেও এর উদ্যোগ দেখা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement