সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সুকমায় আধাসেনাদের উপর ফের হামলা চালায় মাওবাদীরা৷ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ জন আধাসেনা৷ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও কয়েকজন৷ তাঁদের মধ্যেই একজন শের মহম্মদ৷ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি জানিয়েছিলেন বেশ কয়েকজন নকশালের বুকে তিনি বুলেট বিঁধিয়ে দিয়েছেন৷ আজ সে কথা উল্লেখ করেন তাঁর মা জানালেন, ছেলের কৃতিত্বে তিনি গর্বিত৷
[ শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, মাওবাদীদের হুঁশিয়ারি মোদির ]
সংবাদ সংস্থা এএনআই-কে শের মহম্মদের মা ফরিদা জানিয়েছেন, অন্তত জনা পাঁচেক নকশালকে খতম করেছে তাঁর ছেলে৷ ছেলের এই কৃতিত্বে গর্বে তাঁর বুক ভরে যাচ্ছে৷ যদিও এখন মৃত্যুশয্যায় লড়াই করছে তাঁর ছেলে৷ কিন্তু ভয় পাচ্ছেন না ফরিদা৷ কেননা তাঁর বিশ্বাস ছেলে সুস্থ হয়ে উঠবে৷ আর ছেলের সুস্থতার জন্য ‘দোয়া’ করছে গোটা গ্রাম৷
My son killed 5 Naxals.Proud of my son, entire village is praying for him: Fareeda, mother of CRPF constable Sher Mohammed injured in #Sukma pic.twitter.com/IuV1QwzWWh
— ANI (@ANI_news) April 25, 2017
শহিদের আত্মবলিদান বৃথা যাবে না বলে গতকালই নকশালদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও৷
Strongly condemn attack on CRPF personnel in Chattisgarh; condolences to families of deceased & prayers for injured: Pranab Mukherjee pic.twitter.com/Zg3f3fcOEU
— ANI (@ANI_news) April 24, 2017
আহত আধাসেনাদের দেখতে মঙ্গলবার রায়পুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই তিনি পুরো পরিস্থিতি জানিয়ে রেখেছেন৷ এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীও৷ আহত আধাসেনাদের হাসপাতালে দেখতে যান তিনিও৷ এদিকে শহিদ জওয়ানদের মৃতদেহ আজ নিয়ে আসা হয় সিএএফ ক্যাম্পে৷
Raipur: Mortal remains of CRPF personnel who lost their lives in #Sukma Naxal attack, brought to CAF camp (Mana) #Chhattisgarh. pic.twitter.com/3ukEhDJmiA
— ANI (@ANI_news) April 25, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.