Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

প্রতিবাদের ঢেউ! ৪ বছরের শিশুকে ‘যৌন নির্যাতনে’ বিক্ষোভ মহারাষ্ট্রে, ইটবৃষ্টি, রেল অবরোধ

ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া দুই চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ।

Protests Over Sex Assault Of 4-Year-Olds At Maharashtra School
Published by: Kishore Ghosh
  • Posted:August 20, 2024 2:20 pm
  • Updated:August 20, 2024 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে প্রতিবাদের আগুনে ফুঁসছে গোটা দেশ। এবার একটি ইংরেজি মাধ্যম স্কুলে দুই চার বছরের শিশুকন্যাকে ‘যৌন নির্যাতনে’র ঘটনায় তুমুল বিক্ষোভ মহারাষ্ট্রের থানে শহরে। স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্থানীয় বদলাপুর রেল স্টেশন রেল অবরোধ করে ক্ষিপ্ত জনতা। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে প্রতিবাদীরা। ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ আগস্ট স্কুলের শৌচালয়ে দুই খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালানো হয়। অভিযুক্ত স্কুলেরই ২৩ বছরের সাফাইকর্মী। অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় দুই নির্যাতিতার পরিবার এবং স্থানীয় নগারিকরা বিক্ষোভে নামলে চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রিন্সিপাল এবং ক্লাস টিচারকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘অনুমতি ছাড়া অরুণাচলে প্রবেশ নয়’, ‘বহিরাগত’ রুখতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

অভিভাবকদের বক্তব্য, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল স্কুল কর্তৃপক্ষের উপরে। যাতে ব্যর্থ হয়েছে তারা। এমনকী ঘটনার পরে ভুল স্বীকার করে ক্ষমা চায়নি তারা। তাছাড়া স্কুলে কোনও মহিলা অশিক্ষক কর্মী নেই। সিসিটিভি থাকলেও তা কাজ করে না। এই সব কারণেই অপরাধ করা সহজ হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে থানেতে। স্থানীয় বদলাপুর রেল স্টেশন অবরোধ করে জনতা। ইটবৃষ্টি করে ক্ষিপ্ত বিক্ষোভকারীরা। এর ফলে রেল চলাচল ব্যহত হয়। এদিকে ফাস্ট ট্র্যাক আদালতে ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।  

 

[আরও পড়ুন: ‘আমেরিকাকে সেরাটা দিয়েছি’, বিদায় ভাষণে কেঁদে ফেললেন আবেগঘন বাইডেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement