Advertisement
Advertisement
উদ্ধবের কটাক্ষ

‘যেখানেই বিজেপি ক্ষমতায় সেখানেই শাহিনবাগ হচ্ছে’, কটাক্ষ উদ্ধবের

বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দায় সরব শিব সেনা প্রধান।

Protests like ShaheenBagh wherever BJP in power: Uddhav Thackeray

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:February 24, 2020 12:11 pm
  • Updated:August 10, 2022 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিশাসিত রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তোপ দাগলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দিন কয়েক আগে মহারাষ্ট্রের মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেছিল শিব সেনার প্রাক্তন জোটসঙ্গী বিজেপি। এবার এর পালটা দিলেন উদ্ধব ঠাকরে। তাঁর কথায়, “মহিলাদের বিরুদ্ধ যে কোনও ধরণের অপরাধই নিন্দনীয়। পরবর্তী সময় যাতে এ ধরণের ঘটনা না ঘটে, তার দিকে নিশ্চয়ই নজর রাখব। তবে আমাদের বলার আগে বিজেপির নিজেদের দিকে তাকানো উচিত।” এরপরই দিল্লি, উত্তরপ্রদেশে চলতে থাকা CAA বিরোধী আন্দোলন নিয়ে সরব হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। 

মহারাষ্ট্রের নির্বাচনের পরই বিজেপির সঙ্গে তিন দশকের জোট ভেঙেছে শিব সেনা। আপাতত কংগ্রেস ও NCP-এর সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গড়ছে বাল ঠাকরের দল। জোটের মুখ্যমন্ত্রী হয়েছেন উদ্ধব ঠাকরে। তারপর থেকেই বিজেপির সঙ্গে শিব সেনার কার্যত সাপে-নেউলে সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন উদ্ধব। মনে করা হয়েছিল তাতে পুরনো সম্পর্ক জোড়া লাগবে। কিন্তু সে পথে যে শিব সেনা হাঁটবে না তা কার্যত বুঝিযে দিল। বিজেপিশাসিত রাজ্যগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কার্যচত তুলোধনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন : অপছন্দ! যুবকের গলায় বেল্ট পরিয়ে কুকুরের ডাক ডাকাল শ্বশুরবাড়ির লোক]

এ প্রসঙ্গে তিনি বলেন, উত্তরপ্রদেশ, দিল্লি যে এলাকার আইন-শৃঙ্খলার দায়িত্বে বিজেপি রয়েছে সেখানেই শাহিনবাগের মতো আন্দোলন হচ্ছে। এ প্রসঙ্গে দিল্লির JNU বা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের প্রসঙ্গও টেনে আনেন। বিজেপি পরিচালিত পুলিশ-প্রশাসনকে কটাক্ষ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি পরিচালিত নয়াদিল্লির JNU ক্যাম্পাসে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব চালাল। পড়ুয়াদের মারধর করল। এরপর বেশকিছুদিন কেটে গিয়েছে অথচ একদনও গ্রেপ্তার হল না।”

[আরও পড়ুন : ট্রাম্পের জন্য বিশেষ উপহার সবরমতী আশ্রমের, দেওয়া হবে গান্ধীজির বিখ্যাত ‘তিন বাঁদরের মূর্তি’]

এর আগেও একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছে শিব সেনা। কখনও কৃষি কর কখনও বিজেপির নেতৃত্বেব একাংশের ক্ষমতার লোভ নিয়ে কটাক্ষ করেছেন শিব সেনা নেতৃ্ত্ব। কোনও ইস্যুতেই যে তাঁরা গেরুয়া শিবিরকে ছেড়ে কথা বলবেন না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement