সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: GST-র প্রতিবাদে উত্তাল গোটা দেশের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স লাগু হওয়ার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন তাঁরা। কলকাতা-সহ একাধিক রাজ্যে ধর্মঘটে নেমেছেন ব্যবসায়ীরা।
MP: Business traders called for a bandh protesting against implementation of GST, all major markets in Bhopal to remain shut today pic.twitter.com/xVNiw8YgP4
— ANI (@ANI_news) June 30, 2017
শুক্রবার মধ্যরাত থেকে গোটা দেশের কর ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এদিনই মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অধিবেশনের আয়োজন করে GST বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স লাগু করার কথা ঘোষণা করা হবে। তবে GST চালু হওয়া নিয়ে অনেকদিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এই নয়া কর লাগু হলে একাধিক সমস্যায় পড়তে হবে ব্যবসায়ীদের। লাভের অঙ্ক তো কমবেই, পাশাপাশি মাসে তিনবার ব্যবসার আয়-ব্যয়ের সমস্ত হিসেব অনলাইনে তুলে ধরতে হবে সরকারের সামনে।
ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ীদের দাবি, তাঁরা এখনও প্রযুক্তিগতভাবে অনেকটাই পিছিয়ে। ফলে গোটা বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত জটিল হয়েই দাঁড়াচ্ছে। আর সেই কারণেই প্রতিবাদে সরব তাঁরা। শুক্রবার সকাল থেকেই যাদবপুর থেকে বড়বাজার, চাঁদনি চক থেকে নিউমার্কেটের সমস্ত দোকানপাট বন্ধ। নিউমার্কেটে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন ব্যবসায়ীরা। শুধু কলকাতাই নয়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাটের সুরাট-সহ দেশের বিভিন্ন প্রান্তে GST-এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। যদিও সরকারের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে, গোটা দেশে এক কর ব্যবস্থা চালু হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হবেন।
Traders stop 4102 Jhansi Express train in protest against #GST in Kanpur pic.twitter.com/wKOXOYBBPr
— ANI UP (@ANINewsUP) June 30, 2017
স্বাধীনতার পর প্রথমবার GST চালুর রাতে সংসদের অধিবেশনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং মনমোহন সিং। তবে তাঁদের পাশাপাশি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে সংসদে হাজির হওয়ার কথা অভিনেতা অমিতাভ বচ্চন, কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, শিল্পপতি রতন টাটা-সহ বিশিষ্টজনেদেরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.