Advertisement
Advertisement

Breaking News

আয়কর হানায় উদ্ধার ৩০ কোটি টাকার বেআইনি সম্পত্তি

গ্রেফতার আবগারি দফতরের আধিকারিক৷

Property worth Rs 30 crore seized excise officer in Andhra Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 19, 2016 9:54 am
  • Updated:March 30, 2022 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই দেশ জুড়ে ‘সাফাই’ অভিযানে নেমেছেন আয়কর কর্তারা৷ ফল মিলছে হাতেনাতে৷ চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, আয়করের নজর থেকে বাদ পড়ছে না কেউই৷ প্রায় রোজই মিলছে বেআইনি সম্পত্তি ও কালো টাকার মালিকদের হদিশ৷ এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন এবার অন্ধ্রপ্রদেশের আবগারি দফতরের আধিকারিক৷ মোট ৩০ কোটি টাকার হিসেব বহির্ভূত সম্পত্তি মিলল সরাকারি এই কর্মীর কাছে৷

রবিবার রাতে বিশাখাপত্তনমের আবগারি দফতরের অতিরিক্ত কমিশনার কে লক্ষ্মণ ভাস্করের বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা৷ সেখানেই খোঁজ মেলে এই বেআইনি সম্পত্তির৷ যার মধ্যে রয়েছে দু’টি ফ্ল্যাট ও ন’টি জমির কাগজপত্র, ৪.৫ একরের কৃষিজমি, নগদ ৭ লক্ষ টাকা এবং ৩৭০ গ্রাম সোনা৷ সব মিলিয়ে উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ মোট ৩০ কোটি৷ এই বিপুল সম্পত্তির যথাযথ কারণ দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে বিশাখাপত্তনমের ওই আধিকারিককে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement