Advertisement
Advertisement

Breaking News

Mallikarjun Kharge

জোটে ভাঙনের আশঙ্কা! INDIA’র প্রধানমন্ত্রী পদে কারও নাম ঘোষণায় নারাজ খাড়গে

রাহুলকে এগিয়ে দিয়েও অবস্থান বদল কংগ্রেসের।

Projecting PM candidate may break INDIA bloc unity: Mallikarjun Kharge | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 5, 2023 12:59 pm
  • Updated:November 5, 2023 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসাবে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম ভাসিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছিল কংগ্রেস। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মুখে হঠাৎই অবস্থান বদলে ফেললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কারও নাম ঘোষণা করলে জোটেই ভাঙন ধরতে পারে। তাই আপাতত কাউকেই মুখ করা হচ্ছে না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি অকপটেই স্বীকার করেছেন, কোনও একজন নেতাকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করলে ইন্ডিয়া (INDIA) জোটে ভাঙন ধরতে পারে। তাই সম্মিলিত নেতৃত্বেই লোকসভার লড়াই হবে। ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা জিতে আসার পর আলোচনা করে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: হার্দিকের পরিবর্তে আমাদের ষষ্ঠ বোলার বিরাট! মজার ছলে বললেন দ্রাবিড়]

এতদিন পর্যন্ত কংগ্রেস রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী পদের দাবিদার হিসাবে এগিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে এসেছে। দলের বিভিন্ন স্তরের নেতা রাহুলের পক্ষে সওয়াল করেছেন। কিন্তু পাঁচ রাজ্যের ভোটের আগে কিছুটা হলেও অবস্থান বদলাচ্ছে কংগ্রেস (Congress)। হাত শিবির সূত্রের খবর, রাহুল আপাতত ভোটেই নজর দিচ্ছেন। প্রধানমন্ত্রীর পদ নিয়ে তিনিও ভাবছেন না।

[আরও পড়ুন: সোনার ব্যাটে বিরাট বরণ, জন্মদিনে কোহলিকে বিশেষ উপহার সিএবি’র]

ওই সাক্ষাৎকারে ইন্ডিয়া জোটের সঙ্গী আম আদমি পার্টির (AAP) সঙ্গে সমীকরণ নিয়েও মুখ খুলেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি স্বীকার করেছেন আপের সঙ্গে কোনওভাবেই জোটে যেতে রাজি নয় দিল্লি এবং পাঞ্জাবের প্রদেশ নেতৃত্ব। তাই বামেদের সঙ্গে যেমন কেরলে কুস্তি এবং অন্যান্য রাজ্যে দোস্তির সমীকরণ চলছে, সেটা আপের সঙ্গেও চলতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement