সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গরু ও কোম্পানি’র ছোট্ট কাহিনি লিখে প্রথম ভারতীয় হিসেবে আমেরিকার কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ছিনিয়ে নিলেন পরাশর কুলকার্নি৷ আদতে মুম্বইয়ের বাসিন্দা পরাশর থাকেন সিঙ্গাপুরে৷ পেশায় অধ্যাপক হলেও ছোট বেলা থেকেই লেখার অভ্যাস রয়েছে তাঁর৷ সেই গুণেই সারা বিশ্বের প্রায় ৪ হাজার প্রতিযোগীকে হারিয়ে সেরা লেখকের শিরোপা ছিনিয়ে নিলেন এই ভারতীয় লেখক৷
পুরস্কারের আর্থিক মূল্য ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ টাকা হলেও, সম্মানিক মূল্য অনেক পরাশরের কাছে৷ এর যাবতীয় কৃতিত্ব তিনি নিজের ঠাকুরদাকেই দিচ্ছেন৷ কারণ ছোটবেলায় তিনি রোজ মহারাষ্ট্র টাইমস পড়ার জন্য পরাশরকে এক টাকা দিতেন৷ সেখান থেকেই তাঁর পড়া ও লেখার অভ্যাসের শুরু৷ পরাশরের পুরস্কারপ্রাপ্ত এই কাহিনি ব্রিটেনের গ্রান্টা ম্যাগাজিনেও ছাপা হয়৷
নিজের লিঙ্কে পড়ে দেখুন সেই ‘গরু ও কোম্পানি’র কাহিনি৷
http://granta.com/cow_and_company/
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.