Advertisement
Advertisement

Breaking News

flight

আকাশপথেও নেই স্বস্তি! বিমানে যৌন হেনস্তার শিকার ২৪ বছরের যুবতী, গ্রেপ্তার অধ্যাপক

দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন ওই যুবতী।

Professor harasses woman doctor on flight, arrested | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 28, 2023 2:57 pm
  • Updated:July 28, 2023 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রাতেও নেই স্বস্তি। আকাশপথেই যৌন হেনস্তার শিকার এক মহিলা চিকিৎসক। ঘটনায় অভিযুক্ত প্রফেসরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত বুধবার। দিল্লি থেকে ভোর সাড়ে ৫টার বিমানে যাত্রা করেন বছর চব্বিশের এক যুবতী চিকিৎসক। গন্তব্য মুম্বই। সেই বিমানেই তাঁর পাশে আসনে বসেছিলেন ৪৭ বছরের এক অধ্যাপক। যুবতীর অভিযোগ, বিমান অবতরণের খানিকক্ষণ আগে আপত্তিকর ভাবে তাঁর শরীরে হাত দেন ও অধ্যাপক। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান তিনি। কিন্তু পালটা দিয়ে অধ্যাপক দাবি করেন, ওই যুবতী মিথ্যে অভিযোগ করছেন।

Advertisement

[আরও পড়ুন: বিমানবন্দরে অপেক্ষায় রাজ্যপাল, অথচ তাঁকে ছাড়াই উড়ল বিমান! খেপে লাল আধিকারিকরা]

বচসা চরমে পৌঁছতে ওই যুবতী বিমানের ক্রু মেম্বারদের ডেকে তাঁর সমস্যার কথা জানান। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুম্বইয়ে বিমান পৌঁছতেই সাহার থানায় যান যুবতী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে অধ্যাপককে আজ, শুক্রবার গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পেশ করা হলে অবশ্য জামিন পেয়ে যান তিনি। তবে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত এবং একইসঙ্গে হতাশ ওই নির্যাতিতা। তবে তাঁকে সুবিচারের আশ্বাস দিয়েছে পুলিশ।

বিমানযাত্রায় নানা বিতর্কিত ঘটনা উঠে এসেছে শিরোনামে। কখনও সহযাত্রীর অভব্য আচরণের শিকার হয়েছেন কেউ তো কখনও বিমানকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে শৌচালয়ে যা যেতে পারায় বিমানের মেঝেতেই প্রস্রাব করেছেন যাত্রী। এবার সহযাত্রীর যৌন লালসার শিকার যুবতী।

[আরও পড়ুন: মানিক-কুন্তলের সঙ্গে আর্থিক লেনেদেনের মধ্যস্থতাকারী ‘কালীঘাটের কাকু’ই! ৭৬০০ পাতার চার্জশিটে জানাল ED]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement