সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে বিপাকে জম্মু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক৷ ছাত্রছাত্রীদের অভিযোগ, ক্লাস চলাকালীন বিপ্লবী ভগৎ সিংকে ‘জঙ্গি’ বলেছেন তিনি৷ ঘটনার বিহিত চেয়ে সহ উপাচার্যের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা৷ যদিও অধ্যাপকের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে ছাত্রছাত্রীরা৷
মহম্মদ তাজউদ্দিন নামে ওই অধ্যাপক দীর্ঘদিন ধরেই জম্মু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন৷ গত বৃহস্পতিবারও ক্লাস নিচ্ছিলেন তিনি৷ লেনিন থেকে ভগৎ সিংকে নিয়ে আলোচনা হয় ওই ক্লাসে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ, পড়ানোর মাঝে ভগৎ সিংকে ‘জঙ্গি’ বলেন তিনি৷ ওইদিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরই সহ উপাচার্যের কাছে যান পড়ুয়ারা৷ অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা৷ তাঁদের অভিযোগ যে মিথ্যা নয়, তার প্রমাণস্বরূপ একটি সিডিও সহ উপাচার্যের কাছে জমা দেন পড়ুয়ারা৷
অভিযুক্ত অধ্যাপক মহম্মদ তাজউদ্দিন যদিও পড়ুয়াদের অভিযোগ খারিজ করে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ওইদিন ক্লাসে রাশিয়ার ইতিহাস বোঝাতে গিয়ে লেনিনকে নিয়ে আলোচনা করেছি৷ আবার ভারতের ইতিহাসের প্রসঙ্গে উঠে এসেছে ভগৎ সিংয়ের নাম৷ তবে ভগৎ সিংকে ‘জঙ্গি’ বলিনি৷ তিনি একজন বিপ্লবী৷ দেশের জন্য তাঁর অবদানের কথা ভোলা অসম্ভব৷’’
Prof. Mohammad Tajuddin, University of Jammu, on complaint lodged against him in Univ. for calling Bhagat Singh ‘terrorist’: I also consider Bhagat Singh a revolutionary. He is one of the people who sacrificed their lives for the country. 1/2 pic.twitter.com/yCD4vgBE7a
— ANI (@ANI) November 30, 2018
পাশাপাশি প্রমাণ হিসাবে ছাত্রছাত্রীদের জমা দেওয়া সিডির প্রসঙ্গেও মুখ খোলেন ওই অধ্যাপক৷ তাঁর দাবি, দু’ঘণ্টার ক্লাসের মধ্যে মাত্র ২৫ সেকেন্ডের কথা এডিট করে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন পড়ুয়ারা৷
I was teaching Lenin (Russian revolutionary) & in that context, I said state calls any violence against it ‘terrorism’. Someone took a 25-second video out of my 2-hrs lecture. Terrorist word came in that,it wasn’t what I meant. Still,if anyone is hurt,I’m really sorry for it. 2/2 pic.twitter.com/jotmc3OGWf
— ANI (@ANI) November 30, 2018
আপাতত যদিও দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ আপাতত ওই অধ্যাপককে ক্লাস নিতে বারণ করেছে কলেজ কর্তৃপক্ষ৷ অভিযোগ খতিয়ে দেখার পরই অধ্যাপক আবার ক্লাস নিতে পারবেন বলেই জানিয়েছেন সহ উপাচার্য মনোজকুমার ধর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.