Advertisement
Advertisement
গাড়ি

নম্বরপ্লেট কালিতে ঢাকা কেন? উন্নাওয়ের ঘাতক গাড়ির মালিকের সাফাইয়ে বাড়ল সংশয়

অভিযুক্ত কুলদীপের আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল করা হল৷

Problem with EMI, Unnao car owner's reply raises question
Published by: Sucheta Sengupta
  • Posted:August 3, 2019 8:03 pm
  • Updated:August 3, 2019 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নাও কাণ্ডে ফের নয়া মোড়৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নম্বরপ্লেট কালো কালিতে ঢাকা দেওয়া ছিল কেন, তা নিয়ে মালিকের বয়ানে বাড়ল বিভ্রান্তি৷ পুলিশের দাবি, টানা জেরার মুখে মালিক দেবেন্দ্র সিং জানিয়েছেন, ইএমআইয়ের টাকা সময়মতো মেটাতে না পারায় তিনি কালি লেপে দিয়েছিলেন গাড়ির নম্বরপ্লেটের উপর৷ যদিও গাড়ি সংস্থার তরফে তাঁর এই বিবৃতি উড়িয়ে বলা হচ্ছে, ইএমআইয়ের জন্য কোনও চাপ দেওয়া হয়নি৷

আরও পড়ুন 

Advertisement

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গাড়ি সংস্থার এক এজেন্ট জানিয়েছেন, ওই মালিক নিয়মিতই ইএমআই দিতেন৷ তাঁর বিরুদ্ধে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ও রয়েছে৷ এই সংস্থা থেকে দুটি গাড়ি কিনেছেন তিনি৷ দুটি গাড়ির ক্ষেত্রেই কোনও আর্থিক সমস্যা হয়নি৷ আগেও দেবেন্দ্র সিং এই সংস্থার থেকে গাড়ি কিনেছেন ইএমআই-তে৷ সময়মতো তা মিটিয়েও দিয়েছেন৷ যথেষ্ট নির্ভরযোগ্য ক্রেতা বলেই পরিচিত তিনি৷ আর সংস্থার এজেন্টের এই মন্তব্যই আরও সংশয় উসকে দিয়েছে৷

তাহলে কি অপরাধ ঢাকতেই গাড়ির নম্বরপ্লেট কালিতে ঢেকেছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷ গাড়ি চালককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী দু সপ্তাহের মধ্যে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করাতে হবে তদন্তকারীদের৷ সেইমতোই তথ্য জোগাড়ের চেষ্টায় তৎপর তাঁরা৷ জেলবন্দি কুলদীপকেও দফায় দফায় জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর৷ এদিকে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনেগারের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শনিবার বাতিল করে দিয়েছে উন্নাও পুলিশ৷

সেদিনের দুর্ঘটনার পর উন্নাওয়ের নির্যাতিতার শারীরিক অবস্থা ভাল না থাকায় তাঁকে লখনউ থেকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করায় অনুমতি দেয়নি সুপ্রিম কোর্টে৷ লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে৷ হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতা ও তাঁর আইনজীবীর শারীরিক অবস্থা বিশেষ ভাল নয়। তবে আইনজীবীর অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে৷ নির্যাতিতা এবং আইনজীবীকে সুস্থ করে তুলে উন্নাও ধর্ষণকাণ্ডের দ্রুত কিনারা করাই এখন একমাত্র চ্যালেঞ্জ পুলিশের কাছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement