সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে রাজস্থান এবং তেলেঙ্গানার ভোট। দুই রাজ্যেই বিজেপির প্রবল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ঠিক দুই রাজ্যের ভোটের মুখেই ন্যাশানাল হেরাল্ড (National Herald) মামলায় বড়সড় পদক্ষেপ ইডির। কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন দুই সংস্থা ইয়ং ইন্ডিয়ান এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অ্যাসোসিয়েট জার্নাল এবং ইয়ং ইন্ডিয়ান, দুটি সংস্থাই কংগ্রেস নিয়ন্ত্রিত। এর মধ্যে সোনিয়া গান্ধী এবং রাহুলের গান্ধী দুজনেই ইয়ং ইন্ডিয়ানের ডিরেক্টর। AJL-এর সঙ্গেও সরাসরি যোগ রয়েছে গান্ধী পরিবারের। ইডি জানিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত চলাকালীন এই দুই সংস্থার মোট ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ইয়ং ইন্ডিয়ানের ৯০ কোটি এবং AJL-এর ৬৬১.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
যে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে দিল্লির ঐতিহ্যবাহী হেরাল্ড হাউস, মুম্বইয়ের হেরাল্ড হাউস এবং লখনউয়ের নেহরু ভবন। মঙ্গলবার ইডির তরফে টুইট করে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার খবর জানানো হয়েছে। যা বেশ তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া, রাহুলদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ন্যাশনাল হেরাল্ডের দপ্তরেও তল্লাশি চালিয়েছে। এই মামলায় অবশ্য কংগ্রেসের শীর্ষস্তরের কোনও নেতা এখনও গ্রেপ্তার হননি।
ভোটের মুখে ইডির এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ কংগ্রেসের। দলের আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি টুইট করে বলছেন,”ইডির এই পদক্ষেপ শুধুই আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে হার থেকে নজর ঘোরানোর ব্যর্থ চেষ্টামাত্র।” কংগ্রেস অবশ্য বরাবরই ন্যাশনাল হেরাল্ডের সবরকম তদন্তপ্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.